কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জের সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুক্তি চৌধুরীর ১০ম মৃত্যু বার্ষিকী আজ

 স্টাফ রিপোর্টার | ৬ মার্চ ২০২০, শুক্রবার, ১২:০২ | রকমারি 


কিশোরগঞ্জের সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুক্তি চৌধুরীর ১০ম মৃত্যু বার্ষিকী আজ (৬ মার্চ)। ২০১০ সালের আজকের এই দিনটিতে (৬ মার্চ) তিনি চিরদিনের জন্য পৃথিবীর মায়া কাটিয়ে না ফেরার দেশে পাড়ি জমান।

মুক্তি চৌধুরী তৎকালীন বৃহত্তর ময়মনসিংহ জেলার মহকুমা বর্তমান কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার কিরাটন গ্রামের মিয়াবাড়ীতে জন্মগ্রহণ করেন ১৯৫৭ সালের ১ জুলাই। মায়ের নাম হাজেরা খাতুন এবং বাবার নাম সিরাজউদ্দীন খান চৌধুরী।

সঙ্গীত পরিবেশন বাদেও তিনি কিশোরগঞ্জের প্রচুর মঞ্চনাটক ও নৃত্যনাট্যে নিয়মিত অভিনয় করেন।

মুক্তি চৌধুরী রচিত ও নিদের্শিত নাটক ও নৃত্যনাট্য সমূহ: ‘কান্দে সুজন বিরহে’, ‘চন্দ্রাবতী’, ‘বীরাঙ্গনা সখিনা’, ‘চেতনায় ৭১’, ‘বিজয়ে ওরা নেই আজ’।

তাঁর নাটক ও গান বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশের প্রথম বেসরকারি টেরেস্ট্রেরিয়াল টেলিভিশন একুশে টেলিভিশনে সম্প্রচারিত হয়েছে।

নাটক ও নৃত্যনাট্য ছাড়াও তিনি প্রচুর লোকগীতি, ছড়া, কবিতা, নাটক, জারীগান, বিয়ের গান, দেশের গান ও আধুনিক গান রচনা করেন।

তিনি দুই কন্যা সন্তানের জনক। বড় কন্যা মীশু কানাডায় স্থায়ীভাবে বসবাসরত।

৮০ দশকের কবি, কিশোরগঞ্জের আঞ্চলিক ভাষার শিল্পিত কারিগর কবি মহিউদ্দীন খান চৌধুরী তাঁর বড় ভাই।

কিশোরগঞ্জের কৃতী সন্তান, বাংলাদেশের জাতীয় এ্যথলেট ও ক্রীড়া ব্যক্তিত্ব নজরুল ইসলাম রুমি, বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের ডেপুটি ডিরেক্টর ডা. এহসানুল হক মুকুল তাঁর বোনের ছেলে।

বাংলাদেশের বিশ্ষ্টি গণমাধ্যম ব্যক্তিত্ব, দেশ টিভি, দীপ্ত টিভি এবং ডিবিসি নিউজ এর সাবেক অনুষ্ঠান বিভাগের প্রধান, জনপ্রিয় টেলিভিশন প্রযোজক, অনুবাদক ও কবি পারভেজ চৌধুরী তাঁর ভাইয়ের ছেলে।

সাংস্কৃতিক সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুক্তি চৌধুরী মৃত্যুবরণ করেন ২০১০ সালের ৬ মার্চ।

মুক্তি চৌধুরী উদীচী শিল্পী গোষ্ঠী, কিশোরগঞ্জ সাংস্কৃতিক সংস্থা এবং কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর সাথে মৃত্যুর আগ পর্যন্ত যুক্ত ছিলেন।

তার মৃত্যুর পর ২০১১ সালে মুক্তি চৌধুরী স্মারকগ্রন্থ প্রকাশিত হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর