কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


অষ্টগ্রামে বাল্য বিয়ে প্রতিরোধে সংলাপ

 স্টাফ রিপোর্টার | ৫ মার্চ ২০২০, বৃহস্পতিবার, ৫:২৪ | অষ্টগ্রাম 


কিশোরগঞ্জের অষ্টগ্রামে বাল্য বিয়ে প্রতিরোধে সংলাপ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ মার্চ) অষ্টগ্রাম উপজেলার সদর ইউনিয়নের মাঝেরহাটি গ্রামে এই সংলাপ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কেয়ার-পপির সৌহার্দ্য কর্মসূচি আয়োজিত সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অষ্টগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো. শফিকুল আলম।

এতে সভাপতিত্ব করেন অষ্টগ্রাম সদর উপজেলার মাঝেরহাটি গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি মোছা. লাকী আক্তার।

সংলাপ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অষ্টগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যন মো. শহিদুল ইসলাম জেমস, ভাইস চেয়ারম্যান মানিক চন্দ্র দেব, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. লতিফা আক্তার রত্না, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. নুর নবী, যুব উন্নয়ন কর্মকর্তা মো. ই.আ.ম মামুন মজুমদার, কেয়ারের টেকনিক্যাল ম্যানেজার কামরুন্নাহার, পপির সৌহার্দ্য কর্মসূচির অষ্টগ্রাম উপজেলা সমন্বয়ক মৃনাল সাংমা, টেকনিক্যাল অফিসার রোকিয়া আক্তার, মো. রেজাউল করিম, মো. লুৎফুর রহমান কিবরিয়া, মো. কামরুল হাসান শেখ, প্রধান শিক্ষিকা আলেয়া আক্তার, ইউপি সদস্য বাবুল আকতার প্রমুখ।

বক্তারা বাল্য বিয়ে প্রতিরোধে স্ব স্ব অভিভাবকদের সচেতন হওয়ার আহবান জানিয়ে বলেন, বাল্যবিয়ে একটি সামাজিক ব্যাধি। এটি প্রতিরোধ করা সকলেরই দায়িত্ব।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর