কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ভৈরবে রেলওয়ে ভূমি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

 সোহেল সাশ্রু, ভৈরব | ৪ মার্চ ২০২০, বুধবার, ৯:০৫ | ভৈরব 


ভৈরবে রেলওয়ের জায়গা দখল মুক্ত করতে দীর্ঘ ৩০ বছর পর এই প্রথম উচ্ছেদ অভিযান পরিচালনা করছে রেলওয়ে কর্তৃপক্ষ। বুধবার (৪ মার্চ) দুপুরে ভৈরব রেলওয়ে জংশন স্টেশন এলাকা থেকে পূর্ব ঘোষিত এ উচ্ছেদ অভিযান শুরু হয়।

উচ্ছেদ অভিযানের সময় স্টেশন এলাকার রেলওয়ের জমিতে নির্মাণ করা দোকান-পাটসহ বিভিন্ন অবৈধ স্থাপনা ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয়।

পরে শহরের বঙ্গবন্ধু সরণির পাশে থাকা মার্কেটের কাঁচা-পাকা দোকান-পাটসহ, কয়েকশ’ অবৈধ  স্থাপনা উচ্ছেদ করা হয়।

এদিকে রেলওয়ে কর্তৃপক্ষের এই উচ্ছেদ অভিযান নিয়ে নানামুখী গুঞ্জন শুরু হয়েছে।

সচেতন মহলের অভিযোগ, অভিযানের নামে দুর্বলদের উচ্ছেদ করা হয়েছে, আর প্রভাবশালীদের ছাড় দেয়া হয়েছে।

অভিযোগ ওঠেছে, ক্ষমতাসীন স্থানীয় প্রভাবশালীরা রেল লাইনের দুই পাশের জায়গা দখল করে থাকলেও এসব স্থাপনা উচ্ছেদ করা হয়নি।

বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলীয় জোনের ডেপুটি কমিশনার ও ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. নজরুল ইসলাম এবং ভৈরব উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা’র নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

এ অভিযানকে রেলওয়ের নিয়মিত কার্যক্রমের অংশ উল্লেখ করে মো. নজরুল ইসলাম জানান, লাল চিহ্নিত শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে, রেলওয়ের জায়গায় আরো লাল দাগ চিহ্নিত দেড় শতাধিক অবৈধ স্থাপনা ভেঙ্গে দেয়া হবে।

এদিকে অভিযান চলাকালীন সময়ে ব্যক্তি মালিকানা স্থাপনা উচ্ছেদ করা হয়েছে বলেও অভিযোগ করেছেন অনেকে।

তবে লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে অভিযোগের ব্যাপারে খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন অভিযানের নেতৃত্বকারী কর্মকর্তা।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর