কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


জন্মদিনে ৫০তম উইকেট নিয়ে কিশোরগঞ্জের মেয়ে নাহিদার বিশ্বরেকর্ড

 স্টাফ রিপোর্টার | ৩ মার্চ ২০২০, মঙ্গলবার, ১:২৬ | সম্পাদকের বাছাই  


২ মার্চ ছিল টাইগ্রেস বোলার নাহিদা আক্তারের জন্মদিন। আর এবারের জন্মদিনে বল হাতে গর্বের এক কীর্তি গড়লেন বাংলাদেশের ২০ বছর বয়সী এ ক্রিকেটার।  সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫০ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড গড়েছেন তিনি।

মেলবোর্নে বাংলাদেশের বিপেক্ষ ম্যাচে একটি মাত্র উইকেট পতন হয় শ্রীলঙ্কার। ওই এক উইকেট নিয়েই বিশ্বরেকর্ড গড়েন টাইগ্রেস বোলার নাহিদা আক্তার।

সোমবার (২ মার্চ) লঙ্কান অধিনায়ক চামারি আতাপাত্তুর উইকেট তুলে নেন বাংলাদেশের এ বাঁহাতি স্পিনার। এতে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫০ উইকেট পূর্ণ হয় ২০ বছর বয়সী নাহিদা আক্তারের। আন্তর্জাতিক নারী টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০ উইকেট পাওয়া সবচেয়ে কমবয়সী বোলার তিনি।

আগের দিন (১ মার্চ) বল হাতে নৈপুণ্য নিয়ে এমন বিশ্বরেকর্ড গড়েছিলেন ইংলিশ বোলার সোফি একলস্টোন। ক’ঘণ্টার ব্যবধানে রেকর্ডটি নিজের করে নিলেন নাহিদা।

১ মার্চ সিডনিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে বল হাতে তিন উইকেট নিয়ে ক্যারিয়ারে ৫০ শিকার পূর্ণ হয় ২০ বছর ৯ মাস বয়সী ইংলিশ বাঁহাতি স্পিনার একলস্টোনের।

নাহিদা আক্তারের ৪১ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১৩.৪২ গড়ে তার শিকার ৫০ উইকেট। ইকোনমি গড় ৪.৯৮। সেরা বোলিং ৪/১১।

মহাতি অর্থোডক্স বোলার নাহিদা আক্তারের জন্ম ২০০০ সালের ২ মার্চ কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার দ্বাড়িয়াকান্দি গ্রামে। তার বাবার নাম মো. হামজু ভূঁইয়া। বেড়ে ওঠা রাজধানী ঢাকায়।

২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে করাচীতে অনুষ্ঠিত খেলায় আন্তর্জাতিক টি-টুয়েন্টি ক্রিকেটে অভিষেক হয় নাহিদা আক্তারের। ওই সময় মহিলাদের আন্তর্জাতিক টি-টুয়েন্টি ক্রিকেট দলে বাংলাদেশের সর্বকনিষ্ঠ খেলোয়াড় ছিলেন নাহিদা আক্তার। তার বয়স ছিল মাত্র ১৫ বছর ২১২ দিন।

প্রথম তিনটি টি-টুয়েন্টি ম্যাচের প্রত্যেকটিতেই তিনি দুইটি করে উইকেট লাভের সক্ষমতা দেখান। এছাড়া প্রত্যেকটি ম্যাচেই বরাদ্দকৃত সবগুলো ওভার কুশলতার সাথে সম্পন্ন করেন।

পাকিস্তানের বিপক্ষেই ২০১৫ সালের ৪ অক্টোবর একদিনের আন্তর্জাতিক ক্রিকেট অভিষেক হয় নাহিদা আক্তারের। এরপর থেকে নাহিদা আক্তার বাংলাদেশ ক্রিকেট দলের হয়ে নিয়মিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে আসছেন।

নাহিদা আক্তারের বোলিং জাদুতে ২০১৯ সালের ৮ ডিসেম্বর এস এ গেমস ক্রিকেটে ইতিহাস গড়ে স্বর্ণ জয় করে বাংলাদেশ নারী দল।

এর আগে ২০১৮ সালের জুনে নাহিদার মিতব্যয়ী বোলিং এ এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয় পায় বাংলাদেশ। যা ছিল আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের প্রথম কোন টুর্নামেন্ট শিরোপা।

এছাড়া টি-টুয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বেও নাহিদার পারফর্মেন্স ছিল নজরকাড়া।

বাংলাদেশ নারী ক্রিকেট দলের অন্যতম উদ্বোধনী বোলার হিসেবে আস্থা আর নির্ভরতার এক অনন্য নাম এখন নাহিদা আক্তার।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর