কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ক্যান্সার আক্রান্ত তাড়াইলের মাসুদ বাঁচতে চান, সহযোগিতা চেয়ে মায়ের আকুতি

 স্টাফ রিপোর্টার | ২৮ ফেব্রুয়ারি ২০২০, শুক্রবার, ৫:১৯ | রকমারি 


তাড়াইল উপজেলার ধলা ইউনিয়নের উত্তর সেকান্দরনগর গ্রামের জাহিদুল ইসলাম মাসুদ (৩৮) দূরারোগ্য ক্যান্সারে আক্রান্ত। তিন বছর আগে ক্যান্সারের বিষয়টি ধরা পড়ার পর বিপর্যয় নেমে আসে পরিবারে।

দীর্ঘদিন ধরে ব্যয়বহুল চিকিৎসা করাতে গিয়ে সচ্ছল ব্যবসায়ী থেকে আজ নিঃস্বের কাতারে জাহিদুল ইসলাম মাসুদ।

তাঁর সুস্থ্য হওয়ার দিকে চেয়ে আছে বৃদ্ধা মা, ভাই আর পরিবারের সদস্যরা। মাসুদ নিজেও সুস্থ্য হয়ে এই সুন্দর পৃথিবীর আলো-বাতাস উপভোগ করতে চান।

বাঁচার আকুতি জানিয়ে হৃদয়বান মানুষের কাছে সহযোগিতা চেয়েছেন তিনি।

স্থানীয়রা জানিয়েছেন, জাহিদুল ইসলাম মাসুদ এক সময়ে সামর্থ্যবান ও সচ্ছল ব্যবসায়ী ছিলেন। কিন্তু ক্যান্সারের চিকিৎসা করাতে গিয়ে এখন সে নিঃস্ব। ভিটেমাটিটুকু ছাড়া তার আর কোন কিছু অবশিষ্ট নেই। এখন কেবল মানুষের সহযোগিতা পেলেই তার চিকিৎসা সম্ভব হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, জাহিদুল ইসলাম মাসুদ বর্তমানে ভারতের চেন্নাইয়ের এপোলো ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কিন্তু টাকার অভাবে তার চিকিৎসা এক রকম বন্ধ হয়ে আছে।

এ অবস্থায় ফেসবুকে আকুতি জানিয়ে ভিডিও পোস্ট করেছেন জাহিদুল ইসলাম মাসুদ।

সেখানে তিনি বলেছেন, ‘আমি বাঁচতে চাই। সবার সহযোগিতা চাই। সবার কাছে আমার আকুল আবেদন, সবার সামর্থ্য অনুযায়ী আমাকে সহযোগিতা করুন। আমি যেন চিকিৎসা শেষে আপনাদের মাঝে ফিরতে পারি।’

জাহিদুল ইসলাম মাসুদ চিকিৎসার জন্য অর্থ সহায়তার পাশাপাশি সবার কাছে সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।

ছেলের চিকিৎসায় সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষকে এগিয়ে আসার জন্য আকুতি জানিয়েছেন মা সুফিয়া খাতুনও।

জাহিদুল ইসলাম মাসুদকে আর্থিক সহায়তা দিতে বিকাশ (পার্সোনাল) নম্বর: ০১৭১২-৪৬১৮৮৩।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর