কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


গ্রেড উন্নীত করণের দাবিতে কিশোরগঞ্জে তিন দিনের কর্মবিরতিতে প্রশাসনের কর্মচারীরা

 স্টাফ রিপোর্টার | ২৫ ফেব্রুয়ারি ২০২০, মঙ্গলবার, ৬:২২ | বিশেষ সংবাদ 


পদবী পরিবর্তনসহ গ্রেড উন্নীত করণের দাবিতে কিশোরগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মচারীরা তিন দিনের পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে তিন দিনের পূর্ণদিবস কর্মবিরতি পালন শুরু করেন কর্মচারীরা।

বাংলাদশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) কিশোরগঞ্জ জেলা শাখা কেন্দ্রীয় কমিটি ঘোষিত এ কর্মসূচি পালন শুরু করে।

পূর্ণদিবস কর্মবিরতি চলাকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন কর্মচারীরা।

এছাড়া জেলা কালেক্টরেট প্রাঙ্গণে অবস্থান নিয়ে তারা সমাবেশ করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি অরুপ কুমার দাস।

এতে বাংলাদশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) কিশোরগঞ্জ জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুর রাজ্জাক, বর্তমান সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, আলিম উদ্দিন, শফিকুর রহমান, আ.ই.ম. মহসিন, ফজলুর রহমান পটল, মো. মিজানুর রহমান, বিজনকান্তি বণিক প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় বক্তারা তাদের ন্যায়সংগত দাবি মেনে নেয়ার জন্য অনুরোধ জানান।

এছাড়া দাবি মানা না হলে তিন দিনের পূর্ণদিবস কর্মবিরতি শেষে আরো লাগাতার আন্দোলনের তারা যেতে বাধ্য হবেন বলেও বক্তারা তাদের বক্তব্যে ঘোষণা দেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর