কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ার এক কেন্দ্র থেকে ১২ পরীক্ষার্থী বহিস্কার

 সাখাওয়াত হোসেন হৃদয় | ২৪ ফেব্রুয়ারি ২০২০, সোমবার, ৩:৫৮ | পাকুন্দিয়া  


অসদুপায় অবলম্বনের দায়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একটি কেন্দ্র থেকে ১২জন পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) উপজেলার মঙ্গলবাড়িয়া কামিল মাদ্রাসা কেন্দ্র থেকে কামিল প্রথম বর্ষের পরীক্ষা চলাকালে তাদের বহিস্কার করা হয়।

বহিস্কৃৃত ১২ জনের সবাই মঙ্গলবাড়িয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থী।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান ওই কেন্দ্র পরিদর্শনকালে অসুদপায় অবলম্বনের দায়ে সাতজন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. শারফুল ইসলাম দায়িত্বপালন সময়ে পাঁচজন পরীক্ষার্থীকে বহিস্কার করেন।

কেন্দ্র সূত্রে জানা গেছে, সোমবার (২৪ ফেব্রুয়ারি) কেন্দ্রটিতে কামিল প্রথম বর্ষের হাদিস গ্রুপের সুনানো আবি দাউদ ও তাফসীর গ্রুপের উলুমুল কোরআন বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষা চলাকালীন সময়ে অসুদপায় অবলম্বন করায় ১২জন পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান জানান, পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে এদেরকে বহিস্কার করা হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর