কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় তিন দিনব্যাপী বই মেলা শুরু

 সাখাওয়াত হোসেন হৃদয় | ২০ ফেব্রুয়ারি ২০২০, বৃহস্পতিবার, ৬:১৫ | পাকুন্দিয়া  


আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় তিন দিনব্যাপী বই মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর থেকে উপজেলা পরিষদ চত্বরে এ মেলা শুরু হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা পাবলিক লাইব্রেরি যৌথভাবে এ মেলার আয়োজন করেছে।

বেলুন উড়িয়ে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য সাবেক আইজিপি নূর মোহাম্মদ।

এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.নাহিদ হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান মোছা. শামছুন্নাহার আপেল, সিনিয়র সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু, কবি ও ছড়াকার জাহাঙ্গীর আলম জাহান প্রমুখ উপস্থিত ছিলেন।

এবারের মেলায় বিভিন্ন প্রতিষ্ঠান ১৭টি স্টল দিয়েছে। এতে জাতীয় কবি, লেখকদের পাশাপাশি শিশুতোষ বইসহ নানা ধরণের সমৃদ্ধ বই পাওয়া যাচ্ছে।

এছাড়া প্রতিদিন বিকেল থেকে রাত ১১টা পর্যন্ত মেলা মঞ্চে গান, কবিতা আবৃত্তি, কুইজ প্রতিযোগিতা ও নাটক পরিবেশন করবে বিভিন্ন সংগঠন।

আগামী ২২ ফেব্রুয়ারি সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে বই মেলা শেষ হবে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর