কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


একুশের বইমেলা মঞ্চে বিজনকান্তি বণিকের দুই বইয়ের মোড়ক উন্মোচন

 স্টাফ রিপোর্টার | ১৬ ফেব্রুয়ারি ২০২০, রবিবার, ৯:০০ | সাহিত্য 


অমর একুশে গ্রন্থমেলাকে উপলক্ষ করে কবি ও শিশুসাহিত্যিক বিজনকান্তি বণিক এর দু’টি বই প্রকাশিত হয়েছে। বই দু’টি হচ্ছে, কবিতার বই 'স্মৃতি-বিস্মৃতি' এবং শিশুতোষ ছড়ার বই 'টাপুর টুপুর ছড়ার নূপুর'।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে গ্রন্থমেলার গ্রন্থ উন্মোচন মঞ্চে আনুষ্ঠানিকভাবে বই দু’টির মোড়ক উন্মোচন করা হয়েছে।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিশুসাহিত্যিক ও রম্যলেখক মাহফুজুর রহমান।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি মানস বিশ্বাস, ছড়াকার আশরাফুল মান্নান, ছড়াকার শাহাবুদ্দিন আহমেদ, ছড়াকার ইমরান পরশ, কবি আমিনুল ইসলাম সেলিম, গল্পকার ও লেখক ফয়সাল আহমেদ, প্রকাশনা প্রতিষ্ঠান 'অক্ষরবৃত্ত' এর নির্বাহী পরিচালক কাজী যোহেব, কবি মো. বেলাল, নজরুল গবেষক গোবিন্দ লাল সরকার প্রমুখ।

মোড়ক উন্মোচন অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন টিমুনি খান রিনু। এ সময় ছড়াকার লিয়ন আজাদ সহ বিপুল সংখ্যক গ্রন্থপ্রেমী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি ও অন্যরা বই দু’টি সম্পর্কে আলোচনা করেন এবং বহুল প্রচার কামনা করেন।

কবি ও শিশুসাহিত্যিক বিজনকান্তি বণিক এর 'স্মৃতি-বিস্মৃতি' এবং 'টাপুর টুপুর ছড়ার নূপুর' বই দু’টি প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান ‘অক্ষরবৃত্ত’।

কবিতার বই 'স্মৃতি-বিস্মৃতি'র প্রচ্ছদ করেছে আল নোমান। ৬৪ পৃষ্ঠার বইটির মূ্ল্য ১৬০ টাকা।

শিশুতোষ ছড়ার বই 'টাপুর টুপুর ছড়ার নূপুর'র প্রচ্ছদ ও অলঙ্করণ করেছেন ফারজানা পায়েল। এ ফোর সাইজে ৩২ পৃষ্ঠার বইটির মূল্য ১৮০ টাকা।

পাওয়া যাচ্ছে অক্ষরবৃত্তের ১৮০ নম্বর স্টলে।

এছাড়া বই দু’টি কিশোরগঞ্জ বইমেলায় পাওয়া যাবে সন্দীপন সাহিত্য আড্ডা’র স্টলে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর