কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


করিমগঞ্জে মুজিববর্ষ উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা ও আনন্দ উৎসব

 স্টাফ রিপোর্টার | ১৬ ফেব্রুয়ারি ২০২০, রবিবার, ৮:০৮ | করিমগঞ্জ  


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে করিমগঞ্জে উপজেলার বিভিন্ন স্কুলপড়ুয়া ছোট সোনামণিদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা ও আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের গাংগাইল পাঠানপাড়া বড় মসজিদ সংলগ্ন মাঠে এই ক্রীড়া প্রতিযোগিতা ও আনন্দ উৎসবের আয়োজন করা হয়।

বিশিষ্ট ক্রীড়া অনুরাগী নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহফুজুল হক হায়দার এর সার্বিক সহযোগিতায় কাদিরজঙ্গল ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগ এই ক্রীড়া প্রতিযোগিতা ও আনন্দ উৎসবের আয়োজন করে।

সকালে ক্রীড়া প্রতিযোগিতা ও আনন্দ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য হাসান মমিন উজ্জল।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান।

এতে সভাপতিত্ব করেন করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য এমরান আলী ভূঁইয়া।

ক্রীড়া প্রতিযোগিতা ও আনন্দ উৎসবে অন্যদের মধ্যে কাদিরজঙ্গল ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবিব, সাবেক সাধারণ সম্পাদক মাহাবুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনায় ছিলেন আমিনুল ইসলাম খোকন। অনুষ্ঠান আয়োজক কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন মোস্তাফিজুর রহমান লুনু।

উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের তিন শতাধিক কোমলমতি শিক্ষার্থী ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে অংশ নেয়।

ক্রীড়া প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি ও অন্যরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর