কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


বইমেলায় মুহাম্মদ শামীম রেজা’র গল্পগ্রন্থ ‘জেগে থাকো পূর্ণিমা’

 স্টাফ রিপোর্টার | ১০ ফেব্রুয়ারি ২০২০, সোমবার, ৯:১৮ | রকমারি 


তরুণ ও প্রতিশ্রুতিশীল লেখক মুহাম্মদ শামীম রেজা’র গল্পগ্রন্থ ‘জেগে থাকো পূর্ণিমা’ প্রকাশিত হয়েছে। অমর একুশে গ্রন্থমেলা কে উপলক্ষ করে প্রকাশনা প্রতিষ্ঠান রৌদ্রছায়া প্রকাশ গ্রন্থটি প্রকাশ করেছে।

১৪টি গল্প দিয়ে গ্রন্থটি সাজানো হয়েছে। দাম রাখা হয়েছে ১৮০ টাকা।

কিশোরগঞ্জের হাওরের বিশালতায় বড় হওয়া মুহাম্মদ শামীম রেজা ছাত্রজীবন থেকেই লেখালেখির সাথে জড়িত। লিটলম্যাগে লেখার মাধ্যমে তার লেখালেখিতে হাতেখড়ি। পরে নিজেই সম্পাদনা করেন ‘অনির্বাণ’ নামে সাহিত্যের একটি ছোটকাগজ।

মুহাম্মদ শামীম রেজা মূলত ছড়া এবং গল্প লিখেন। ছড়া ছাপা হয়েছে জাতীয় ও স্থানীয় সংবাদমাধ্যমে।

তাঁর প্রকাশিত গ্রন্থসমূহের মধ্যে রয়েছে গল্পগ্রন্থ যৌথ ‘ভালবাসার গল্প (২০১৪)’ ছড়াগ্রন্থ যৌথ ‘কিশোরগঞ্জের ছড়া (২০০৩)’, কিশোরগঞ্জের ছড়াকারঃ নির্বাচিত ছড়া (২০১০)।

মুহাম্মদ শামীম রেজা’র গল্পগ্রন্থ ‘জেগে থাকো পূর্ণিমা’র একটি ফ্ল্যাপে লেখক এবং গ্রন্থটি সম্পর্কে লিখেছেন কিশোরগঞ্জ ছড়াকার সংসদের সভাপতি ছড়াকার ও মুক্তিযুদ্ধ গবেষক জাহাঙ্গীর আলম জাহান।

অমর একুশে গ্রন্থমেলায় গ্রন্থটি পাওয়া যাবে লিটলম্যাগ কর্ণার সোহরাওয়ার্দী উদ্যান রৌদ্রছায়া স্টল-১৪১ এ।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর