কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


সৌদি আরবে দুর্ঘটনায় কটিয়াদীর যুবক নিহত

 মো. রফিকুল হায়দার টিটু, স্টাফ রিপোর্টার, কটিয়াদী | ২৪ জানুয়ারি ২০২০, শুক্রবার, ৬:১১ | প্রবাস 


সংসারে সচ্ছলতা আনতে সৌদি আরবে গিয়ে লাশ হলো কিশোরগঞ্জের কটিয়াদীর যুবক নান্টু চন্দ্র বর্মন (২৩)। সে উপজেলার মসূয়া ইউনিয়নের বেতাল গ্রামের মৃত জ্ঞান চন্দ্র বর্মনের পুত্র। তার নিহতের সংবাদে পরিবারে চলছে আহাজারী।

জানা যায়, গত বুধবার (২২ জানুয়ারি) বাংলাদেশ সময় বিকাল ৪টায় সৌদি আরবের অ্যাম্বো আর-কারান কোম্পানীর ক্রেনে মাল লোড করার সময় ক্রেনের চেইন ছিঁড়ে চাপা পড়ে ঘটনান্থলেই নান্টু বর্মণের মৃত্যু হয়।

বিষয়টি তার সহযোগী শ্রমিক রমজান মিয়া মোবাইল ফোনে বাংলাদেশে অবস্থানরত নান্টু বর্মণের বড় ভাই সাধন বর্মণকে জানান।

পারিবারিক সূত্র জানায়, সংসারে সচ্ছলতা আনতে ধারদেনা ও সহায় সম্বল বিক্রি করে মাত্র চার মাস আগে নান্টু বর্মণ সৌদি আরব গিয়েছিল। কিন্তু সচ্ছলতা দূরে থাক আয় উপার্জন শুরু করার আগেই দুর্ঘটনায় তার মৃত্যু হলো।

এ ব্যাপারে নিহতের বড় ভাই সাধন বর্মণ বলেন, আমার ভাইয়ের মৃত্যু সংবাদটি তার সহকর্মীরা মোবাইল ফোনে আমাকে জানায়। আর্থিক সচ্ছলতার জন্য সহায় সম্বল বিক্রি করে মাত্র চার মাস পূর্বে তাকে সৌদি আরব পাঠিয়েছিলাম।

তার ভাইয়ের লাশ দ্রুত দেশে আনার জন্যও তিনি সরকারের নিকট দাবি জানিয়েছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর