কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নে ঝাকালিয়া দারুল উলুম ইসলামীয়া কিন্ডারগার্টেনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে এ উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়।
কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. ইছমাইল হোসেন আসাদের সভাপতিত্বে এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০নং জালালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুর্শিদ উদ্দিন তারা মাস্টার, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. গোলাপ মিয়া, কামারকোনা দাওয়াতুল হক মাদ্রাসার মোহতামিম মুফতি শহীদুল্লাহ খান, এগারসিন্দুর ঈশাঁখান মাদ্রাসার প্রভাষক শফিকুল ইসলাম নূরী, ঝাকালিয়া আল মদিনা জামে মসজিদের ইমাম হাফেজ মাও. শিবলী আহম্মেদ, ঝাকালিয়া রাহমানিয়া জামে মসজিদের ইমাম ক্বারী হাফেজ আনুয়ার হোসাইন, সাংবাদিক মোজাম্মেল হক ও মিয়া মোহাম্মদ ছিদ্দিক।
সঞ্চালনায় ছিলেন ফেকামারা ফাজিল ডিগ্রী মাদ্রাসার সিনিয়র শিক্ষক মো. ছিদ্দিকুর রহমান।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ফারুক, সোহাগ, জুয়েল, ইরফান ও কাইয়ুম।
এ সময় স্কুলের ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভার পর দোয়া অনুষ্ঠিত হয়। সবশেষে মিষ্টি বিতরণ করা হয়।