কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় জনসচেতনতামূলক সভা ও লিফলেট বিতরণ

 সাখাওয়াত হোসেন হৃদয় | ২০ জানুয়ারি ২০২০, সোমবার, ৪:৩৭ | পাকুন্দিয়া  


কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিভিন্ন শ্রেণিপেশার লোকজনের সাথে উপজেলা প্রশাসনের জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.নাহিদ হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম মোস্তফা।

সভায় উপজেলার বিভিন্ন ফার্মেসি ব্যবসায়ি, ইটভাটার মালিক, হোটেলের মালিক, ক্যাবল নেটওয়ার্ক, স্বর্ণ ব্যবসায়িসহ বিভিন্ন পেশার লোকজন অংশগ্রহণ করেন।

এসব প্রতিষ্ঠানগুলো নিয়মমাফিক পরিচালনার জন্য এবং বৈধ লাইসেন্সসহ বিভিন্ন নিয়ম বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

জনসচেতনতার উদ্দেশ্যে এসময় পরিবেশ অধিদপ্তর, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ওষুধ প্রশাসনের লিফলেট বিতরণ করা হয়।

এছাড়া সভায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান, পাকুন্দিয়া থানার ওসি মো. মফিজুর রহমান, জেলা ওষুধ তত্ত্বাবধায়ক ফোয়ারা ইয়াছমিন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. ইব্রাহীম হোসেন, জেলা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট কাজী সুমন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।

এর আগে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম মোস্তফা’র নেতৃত্বে পৌরসদর বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর