কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ইটনা-আজমিরীগঞ্জ সড়কে রেজওয়ান আহাম্মদ তৌফিক সেতু নির্মাণ কাজের উদ্বোধন

 স্টাফ রিপোর্টার | ১৫ জানুয়ারি ২০২০, বুধবার, ৫:৪২ | বিশেষ সংবাদ 


কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনায় ইটনা-আজমিরীগঞ্জ সড়কের নামাখাড়া নদীতে ৪৯৪.৯৮ মিটার দীর্ঘ কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক এর নামে রেজওয়ান আহাম্মদ তৌফিক সেতু নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি নিজে বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে উপজেলার মৃগা ইউনিয়নের লাইমপাশা পূর্বগ্রাম বাজারে সেতুটির নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মৃগা ইউপি চেয়ারম্যান মো. কামরুল হাসান। এতে রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি প্রধান অতিথির বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তৃতায় রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি জানান, প্রায় ৭০ কোটি ব্যয়ে সেতুটির নির্মাণ কাজ সমাপ্ত হলে ইটনা উপজেলার সাথে হবিগঞ্জ উপজেলার আজমিরীগঞ্জ উপজেলার সড়ক যোগাযোগ স্থাপিত হবে। এতে দুই উপজেলা ছাড়াও কিশোরগঞ্জ এবং হবিগঞ্জ এই দুই জেলার মানুষের বহুল আকাক্সিক্ষত সড়ক যোগাযোগের দুঃখ ঘুচবে।

আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন ইটনা উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, কিশোরগঞ্জ জেলার এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী একেএম আমিরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন ও ইটনা থানার ওসি মোহাম্মদ মুর্শেদ জামান বিপিএম।

এ সময় উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছাড়াও এলাকাবাসী উপস্থিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর