কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


দেশে প্রথমবার ক্যানসার রোগীর অস্থিমজ্জা প্রতিস্থাপন

 কিশোরগঞ্জ নিউজ ডেস্ক | ১৫ জানুয়ারি ২০২০, বুধবার, ২:৩৭ | রকমারি 


সম্প্রতি প্রথমবারের মতো বাংলাদেশ সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) শিশু ক্যানসার বিভাগের তত্ত্বাবধানে অস্থিমজ্জা প্রতিস্থাপন সফলভাবে সম্পন্ন হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০ বছর বয়সী শিশু সওদা আক্তার গত বছরের ৩১ জানুয়ারিতে সর্বপ্রথম সিএমএইচ ঢাকার শিশুবিভাগে রিপোর্ট করে ও পরবর্তীতে তার ‘নিউরোব্লাস্টোমা স্টেজ-৪’ রোগের ব্যাপারে নিশ্চিত হওয়া যায়।

পরে ২৬ নভেম্বর কর্নেল শরমিন আরা ফেরদৌসি (শিশু ক্যানসার রোগ বিশেষজ্ঞ) ও তার দলের নেতৃত্বে এবং বোন মেরো ট্রান্সপ্ল্যান্ট সেন্টার সিএমএইচ ঢাকার বিশেষ সহযোগিতায় দেশে প্রথমবারের মতো শিশু ক্যানসার (নিউরোব্লাস্টোমা স্টেজ-৪) রোগীর অস্থিমজ্জা প্রতিস্থাপন সম্পন্ন করা হয়।

নিউরোব্লাস্টোমা শিশুদের একটি স্নায়ুজনিত ক্যানসার। সারাবিশ্বে এ রোগে বছরে প্রতি মিলিয়নে ১০ জন শিশু আক্রান্ত হয়। ক্যানসারজনিত কারণে শিশু মৃত্যুর ১৫ শতাংশ হয় নিউরোব্লাস্টোমার কারণে। এই চিকিৎসার প্রতিটি পদক্ষেপ সঠিকভাবে সম্পন্ন করলে সুস্থভাবে বেঁচে থাকার সম্ভাবনা ৫০ শতাংশ বেড়ে যায়।

আপামর জনসাধারণের দোরগোড়ায় আধুনিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর অঙ্গীকারের অংশ হিসেবে এবং বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের সার্বিক সহযোগিতায় ঢাকা সিএমএইচে ২০১৬ সাল থেকে বোন মেরো ট্রান্সপ্ল্যান্টেশনের কাজ শুরু হয়।

এরই ধারাবাহিকতায় এবার বাংলাদেশে প্রথম শিশু ক্যানসার রোগীর নিজ অস্থিমজ্জা প্রতিস্থাপন করা হয়। পরে অন্যান্য শিশু ক্যানসার রোগের অটোলোগাস বোন মেরো ট্রান্সপ্ল্যান্টের মাধ্যমে চিকিৎসা দিতে এই প্রতিষ্ঠান আশাবাদী।

অচিরেই এ প্রতিষ্ঠানে শিশু ক্যানসার রোগ বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে শিশু থ্যালাসেমিয়া রোগীর সম্পূর্ণ আরোগ্যকারী চিকিৎসা অ্যালোজেনিক বোন মেরো ট্রান্সপ্ল্যান্টেশন করার পরিকল্পনা রয়েছে।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় বেসামরিক জনগণও ঢাকা সিএমএইচের বোন মেরো ট্রান্সপ্ল্যান্ট সেন্টারের চিকিৎসা সুবিধা গ্রহণ করতে পারেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর