কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পারিবারিক কলহের কারণে নববিবাহিতা স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে রুবেল

 সাখাওয়াত হোসেন হৃদয় | ১৪ জানুয়ারি ২০২০, মঙ্গলবার, ৭:১৯ | বিশেষ সংবাদ 


বিয়ের মাত্র দেড় মাসের মাথায় গত রোববার (১২ জানুয়ারি) কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের আদিত্যপাশা গ্রামে মারা যান গৃহবধূ নূরুন্নাহার (২৬)। হঠাৎ অসুস্থতায় তাঁর মৃত্যু হয়েছে বলে নূরুন্নাহারের বাবা মাকে খবর দেওয়া হয়। খবর পেয়ে নূরুন্নাহারকে দেখতে ছুটে আসেন বাপের বাড়ির লোকজন।

তাঁর মৃতদেহ দেখে সন্দেহ হয় বাপের বাড়ির লোকজনের। নূরুন্নাহারের স্বাভাবিক মৃত্যু হয়নি এমন সন্দেহে ময়নাতদন্ত করে মৃত্যুর কারণ নিশ্চিত করার জন্য পুলিশের কাছে লিখিত আবেদন করেন চাচা হারিছ মিয়া।

এর প্রেক্ষিতে পাকুন্দিয়া থানা পুলিশ নূরুন্নাহারের লাশ উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

নূরুন্নাহারকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে এমন অভিযোগ এনে ওইদিন রাতেই স্বামী রুবেল মিয়া, শ্বশুর খুরশিদ আলম ও ননদ শাহানাজ বেগমকে অভিযুক্ত করে পাকুন্দিয়া থানায় একটি মামলা দায়ের করেন বাবা মো. হাছু মিয়া। রাতেই স্বামী মো. রুবেল মিয়া ও শ্বশুর মো. খুরশিদ আলমকে গ্রেপ্তার করে পাকুন্দিয়া থানা পুলিশ।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বামী মো. রুবেল মিয়া নূরুন্নাহারকে গলাটিপে হত্যা করেছে বলে স্বীকার করে। পরে সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে গ্রেপ্তারকৃত দুজনকে আদালতে প্রেরণ করে পুলিশ। বিকালে আদালতে স্ত্রী হত্যার বর্ণনা দিয়ে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন স্বামী রুবেল মিয়া।

কিশোরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এসএম আনিসুল ইসলাম তার খাস কামরায় রুবেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন। স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড শেষে রাতে রুবেল মিয়াকে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।

পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) এসএম শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পারিবারিক কলহের জের ধরে স্বামী রুবেল মিয়া স্ত্রী নূরুন্নাহারকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করেছে।

প্রসঙ্গত, মাস দেড়েক আগে কিশোরগঞ্জ সদর উপজেলার বড়বাগ এলাকার মো. হাছু মিয়ার মেয়ে নূরুন্নাহারকে বিয়ে করে পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের আদিত্যপাশা গ্রামের খুরশিদ আলমের ছেলে বাবুল মিয়া। উভয়েরই এটি দ্বিতীয় বিয়ে ছিল।

বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। এ নিয়ে বিভিন্ন সময় শ্বশুর বাড়ির লোকজন নূরুন্নাহারকে অত্যাচার নির্যাতন করতো। ঘটনার আগের দিনও মুঠোফোনে নির্যাতনের বিষয়টি তার বাবাকে জানিয়েছিলেন ওই গৃহবধূ।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর