কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


হোসেনপুরে মাছের আধানিবিড় চাষ পদ্ধতি বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

 মিছবাহ উদ্দিন মানিক | ১৩ জানুয়ারি ২০২০, সোমবার, ১০:৪৫ | হোসেনপুর 


কিশোরগঞ্জের হোসেনপুরে মাছের আধানিবিড় চাষ পদ্ধতি বিষযক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এই প্রশিক্ষণের আয়োজন করে উপজেলা মৎস্য অফিস।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা কনিক চন্দ্র শর্মা।

প্রশিক্ষণে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাদিকুর রহমান, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. নজরুল ইসলাম, ক্ষেত্র সহকারী আকলিমা আক্তার বিউটি প্রমুখ।

২০১৯-২০২০ অর্থ বছরের রাজস্ব খাতের আওতায় কৈ, শিং ও মাগুর মাছ চাষের এ প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২০ জন মৎস্য চাষী অংশ নেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর