কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


মুজিববর্ষ উদযাপনে কুলিয়ারচরে বিতর্ক কর্মশালা

 স্টাফ রিপোর্টার | ১৩ জানুয়ারি ২০২০, সোমবার, ৬:৩০ | বিশেষ সংবাদ 


একটি প্রদীপ জ্বালালে তুমি, লক্ষ প্রদীপ জ্বলে। একটি মানুষ, “মানুষ” হলে বিশ্বটা টলে! এ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে দুই দিনব্যাপী বিতর্ক কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সৃজনশীল প্রজন্ম বিনির্মাণে তিন ধাপে উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিতর্ক চর্চার ক্ষেত্র প্রসারিত করার লক্ষ্যে উপজেলা প্রশাসন এ কর্মশালার আয়োজন করেছে।

সোমবার (১৩ জানুয়ারি) সকালে কুলিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বিতর্ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কাউসার আজিজ।

বিতর্ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়া। এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিতর্ক কর্মশালাটি বাস্তবায়নের দায়িত্বে রয়েছেন ময়মনসিংহ রিজিওনাল ডিবেট ইউনিটি (এমআরডিইউ) সাধারণ সম্পাদক রাকিবুল হান্নান মিজান। মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে জনপ্রিয় অনলাইন দৈনিক কিশোরগঞ্জ নিউজ।

ময়মনসিংহ রিজিওনাল ডিবেট ইউনিটি (এমআরডিইউ) সাধারণ সম্পাদক রাকিবুল হান্নান মিজান জানান, বিতর্ক কর্মশালায় উপজেলার ১১টি বিদ্যালয়ের মোট ৩৩ জন শিক্ষার্থী এবং ১১ জন শিক্ষক অংশ নিচ্ছেন। মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকাল পর্যন্ত কর্মশালাটি চলবে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর