কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ভৈরবে বন্যপ্রাণী উদ্ধার, দুই জনকে জরিমানা

 সোহেল সাশ্রু, ভৈরব | ১০ জানুয়ারি ২০২০, শুক্রবার, ১:০০ | ভৈরব 


কিশোরগঞ্জের ভৈরবে বন্যপ্রাণী বনরুই উদ্ধার করেছে ভৈরব থানা পুলিশ। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকালে এসআই মাসুদুর রহমানের নেতৃত্বে ভৈরব নাটাল মোড় এলাকা থেকে বনরুইসহ ২ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলো, শ্রীমঙ্গল শহরের পটল সরকারের ছেলে বাবলা সরকার ও একই জেলার আরামবাগের মৃত আব্দুল গফুর মিয়ার ছেলে রিপন।

আটকের পর তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শ্রীমঙ্গলের লাউয়াছড়া বন থেকে পাচারকারী বাবলা ও রিপন বন্যপ্রাণী বনরুইটিকে বিক্রির জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পথে পৌর শহরের নাটাল মোড় এলাকায় তল্লাসীর সময় তাদের কাছ থেকে এ প্রাণী উদ্ধার করা হয় ও পাচারকারী দুজনকে আটক করা হয়।

আটকের পর ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার লুবনা ফারজানা পাচারকারী বাবলাকে ১৫ হাজার টাকা ও রিপনকে  ৫ হাজার টাকা জরিমানা প্রদান করেন।

এ প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার লুবনা ফারজানা বলেন, বন্যপ্রাণী ধরা ও বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। যার প্রেক্ষিতে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিয়ন্ত্রণ আইনে তাদেরকে জরিমানা করা হয় এবং বন্যপ্রাণীটি উপজেলা প্রশাসনের হেফাজতে রাখা হয়েছে।

পরবর্তীতে বন্যপ্রাণী বনরুইটিকে বনবিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হবে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর