কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু

 সাখাওয়াত হোসেন হৃদয় | ৮ জানুয়ারি ২০২০, বুধবার, ৭:২৪ | পাকুন্দিয়া  


‘জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় বিজ্ঞান ও প্রযুক্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৪১ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা শুরু হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে তিন দিনব্যাপী এ মেলার আয়োজন করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (৮ জানুয়ারি) সকালে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ হাসান।

এ উপলক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম সাইফুল ইসলামের সভাপতিত্বে পরিষদ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন ইউএনও মো. নাহিদ হাসান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আনোয়ার হোসেন, পাকুন্দিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মো. কফিল উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল হাসান আলামিন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কাউসার মিয়া, পাকুন্দিয়া আদর্শ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মোজাম্মেল হক, পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আফছর উদ্দিন আহম্মদ প্রমুখ।

মেলায় উপজেলার স্কুল, কলেজ ও মাদ্রাসার মোট ১৭টি স্টল দেয়া হয়েছে। প্রতিটি স্টলে ক্ষুদে শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন বিজ্ঞান বিষয়ক প্রযুক্তি ক্ষুদে দর্শনার্থীদের আকৃষ্ট করছে।

স্টলে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীরা পরিদর্শনে আসা অন্য শিক্ষার্থীদের উদ্ভাবিত প্রযুক্তি সম্বন্ধে ধারণা দিচ্ছেন।

পুরো মেলা প্রাঙ্গণ জুড়ে ক্ষুদে বিজ্ঞানী ও দর্শনার্থীদের উপচেপড়া ভীড় লক্ষ্য করা গেছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর