কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


নিকলীর সাড়ে ১৮ হাজার শিশু খাবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

 খাইরুল মোমেন স্বপন, নিকলী | ৭ জানুয়ারি ২০২০, মঙ্গলবার, ৬:২৮ | নিকলী  


আগামী ১১ জানুয়ারি জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়নোর ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে কিশোরগঞ্জের নিকলীতে উপজেলা এডভোকেসী ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে রোববার (৭ জানুয়ারি) দুপুরে প্রতিষ্ঠানটির নিজস্ব হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা খাঁন নুরুউদ্দিন মো. জাহাঙ্গীরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসান মো. রুহুল কুদ্দুস জনি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সামছুদ্দিন মুন্না ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়জুল হক আয়াজ।

নিকলী উপজেলার ১৭২টি কেন্দ্রে মোট ১৮ হাজার ৫শ’ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে বলে সভায় জানানো হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর