কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


মাওলানা তাফাজ্জুল হকের মৃত্যুতে আল্লামা আনোয়ার শাহ'র শোক

 মো. এস. হোসেন আকাশ | ৬ জানুয়ারি ২০২০, সোমবার, ১২:১৭ | রকমারি 


বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলা‌দেশ (বেফাক) সহ-সভাপতি ও কিশোরগঞ্জ  আল-জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসা শুরার সদস্য শাইখুল হাদীস মাওলানা আল্লামা তাফাজ্জুল হক (রহ.) এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন কিশোরগঞ্জ আল-জামিয়াতুল ইমদাদিয়ার মহাপরিচালক, ঐতিহাসিক শহীদী মসজিদের খতিব, মোতাওয়াল্লী, কিশোরগঞ্জ ইমাম-উলামা পরিষদের সভাপতি, তানযীমুল মাদারিসিল আরাবিয়া (বৃহত্তর মোমেনশাহী অঞ্চল) এর সভাপতি, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সহ-সভাপতি এবং আল-হাইআতুল উলিয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশের সদস্য মাওলানা আল্লামা আযহার আলী আনোয়ার শাহ৷

এক শোকবার্তায় তি‌নি বলেন, মুহতারাম শাইখুল হাদীস আল্লামা তাফাজ্জুল হক (রহ.) রব্বে কারীমের ডাকে সাড়া দিয়ে আমাদেরকে শোকাহত করে চলে গেলেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি আল-জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জ এর মজলিসে শুরার সদস্য ছিলেন। মরহুম ছিলেন ইলমে নববীর প্রচারক ও দ্বীনদরদী মুসলিম সমাজের একজন মুরুব্বী।

তিনি বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সম্মানিত সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর বিয়োগে জাতি একজন অভিভাবক হারিয়েছে, আমরা মুরুব্বী শূন্য হয়েছি।

মাওলানা আনোয়ার শাহ শোক বার্তায় আরো বলেন, আমরা তাঁর মাগফেরাত কামনা করছি। আল্লাহ তা'আলা মরহুমকে জান্নাতুল ফিরদাউসের উঁচু মাকাম দান করুন! আমীন।

পরিশেষে আমি দেশবাসীর কাছে আমার সুস্থতার জন্য দোয়া কামনা করছি।

প্রসঙ্গত, রোববার (৫ জানুয়ারি) বিকাল ৪টা ৪৫মিনিটে বিশ্ব বরেণ্য শায়খুল হাদিস, হবিগঞ্জ উমেদনগর মাদরাসার মোহতামিম ও শায়খুল হাদিস, সিলেট রেঙ্গা মাদরাসার শায়খুল হাদিস, জমিয়তে উলামায়ে ইসলাম এর সহ-সভাপতি, আল্লামা তাফাজ্জুল হক মুহাদ্দিসে হবিগঞ্জী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর