কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


নতুন বছরের প্রথম দিনে নতুন বই, মহাখুশি কুলিয়ারচরে শিক্ষার্থীরা

 সোহেল সাশ্রু | ১ জানুয়ারি ২০২০, বুধবার, ১১:৫৫ | কুলিয়ারচর 


কিশোরগঞ্জের কুলিয়ারচরে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) দুপুরে উপজেলার ২৯নং কান্দিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বই বিতরণ উৎসবে কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন প্রধান অতিথি উপজেলা নিবার্হী অফিসার কাউসার আজিজ।

এ সময় বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি বদিউল আলম নাঈম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, মহিলা ভাইস-চেয়ারম্যান সাঈদা খানম মুক্তা, উপজেলা শিক্ষা অফিসার সৈয়দ আবুল খায়ের।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. জামাল উদ্দিন, মো. মোস্তফা কামাল, মোছা. নাছিমা আক্তার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা মেরাজ, উপজেলা বিআরডিবি সভাপতি মো. মাহবুবুর রহমান ছোটন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য মো. মাহবুবুল ইসলাম সোহেল, মো. জয়নাল আবেদীন, দেলোয়ার হোসেন শহিদ, মোছা. শিউলি আক্তার, মোছা. হাওয়া আক্তার, মোছা. ইয়াছমিন বেগম, সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদ, ফারজানা আক্তার ও মৌসুমী আক্তার প্রমুখ।

বই বিতরণ উৎসবে নতুন বছরের প্রথম দিন নতুন বই পেয়ে মহাখুশি হয়ে কোমলমতি শিক্ষার্থীরা আনন্দ উল্লাসে মেতে উঠে।

অনুষ্ঠানের শেষের দিকে বিদ্যালয়ের পক্ষ থেকে ক্রেস্ট দিয়ে অতিথিবৃন্দকে সংবর্ধনা জানানো হয়।

এর আগে প্রধান অতিথি উপজেলার ১নং কুলিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৪১নং কুলিয়ারচর বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কুলিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করেন।

পরে তিনি উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে বই বিতরণ উৎসবে অংশ গ্রহণ করেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর