কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে এনটিভি পরিবারের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

 স্টাফ রিপোর্টার | ৩১ ডিসেম্বর ২০১৯, মঙ্গলবার, ৬:০৭ | কিশোরগঞ্জ সদর 


সারা দেশ জুড়ে চলমান শৈত্য প্রবাহের দাপটে যখন অসহায় শীতার্ত মানুষরা চরম কষ্টে দিনাতিপাত করছেন, তখনই পেশাগত দায়িত্বের বাইরে এসে মানবিকতার হাত বাড়িয়ে দিয়েছে জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভি।

এর অংশ হিসাবে সোমবার (৩০ ডিসেম্বর) বিকালে কিশোরগঞ্জে এনটিভি পরিবারের উদ্যোগে দুই শতাধিক অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের সৈয়দ আশরাফুল ইসলাম মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুন আল মাসুদ খান।

উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল কাদির মিয়া’র সভাপতিত্বে এবং এনটিভির স্টাফ করসপন্ডেন্ট মারুফ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলার সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান, বিআরডিবির উপ পরিচালক মো. জহিরুল হক মৃধা, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মোস্তাফিজুর রহমান, কিশোরগঞ্জ নিউজ ডট কম এর প্রধান সম্পাদক ও দৈনিক মানবজমিন এর স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আব্দুস সাত্তার ও মাসুমা আক্তার।

বক্তারা পেশাগত দায়িত্ব পালনের বাইরে এসে মানবিক দায়িত্ব পালনের অংশ হিসাবে অসহায় মানুষের পাশে দাঁড়াতে এনটিভির সম্পৃক্ততা ও মানসিকতার প্রশংসা করেন।

বক্তব্য শেষে অতিথিরা দুই শতাধিক অসহায় শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র হিসাবে কম্বল প্রদান করেন।

শীতের মধ্যে কম্বল হাতে পেয়ে অসহায় শীতার্ত মানুষরা এনটিভির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর