কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


নূরুল হক বাচ্চু চেয়ারম্যানের জানাজায় মুসল্লিদের ঢল

 স্টাফ রিপোর্টার | ৩০ ডিসেম্বর ২০১৯, সোমবার, ১১:২৩ | কিশোরগঞ্জ সদর 


হাজার হাজার মুসল্লির অংশগ্রহণে কিশোরগঞ্জ সদরের ৬নং বৌলাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নূরুল হক বাচ্চুর জানাজা সম্পন্ন হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) বাদ জোহর বৌলাই ঈদগাহে অনুষ্ঠিত তার জানাজায় মুসল্লিদের ঢল নামে।

জানাজায় অংশগ্রহণের জন্য আগত মুসল্লিদের ব্যাপক উপস্থিতিতে ঈদগাহ মাঠ ছাড়িয়ে সৈয়দ হাবিবুল হক উচ্চ বিদ্যালয়ের মাঠও কানায় কানায় পূর্ণ হয়ে যায়। বৌলাই চৌরাস্তা বাজার জামে মসজিদসহ পুরো এলাকা লোকে লোকারণ্য হয়ে যায়।

জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

জানাজাপূর্ব আলোচনায় বক্তব্য রাখেন কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, বৌলাই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আওলাদ হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাঈল মিয়া, বিএনপি নেতা আমিনুল ইসলাম আশফাক, বিশিষ্ট কলামিস্ট মাওলানা যুবায়ের আহমাদ, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ খালেকুজ্জামান, আওয়ামী লীগ নেতা ইবরাহিম খলিল প্রমূখ।

জানাজায় ইমামতি করেন বৌলাই ঈদগাহের ইমাম ও মরহুমের চাচাত ভাই হাফেজ মাওলানা রাশিদ আহমাদ।

মরহুম নুরুল হক বাচ্চু বৌলাই ইউনিয়নের দুইবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান এবং কিশোরগঞ্জ শহরের টিনপট্টির বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন।

শনিবার (২৮ ডিসেম্বর) রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে তিনি ইন্তিকাল করেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর