কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় মাদকাসক্ত যুবকের চার মাসের জেল

 সাখাওয়াত হোসেন হৃদয় | ২৬ ডিসেম্বর ২০১৯, বৃহস্পতিবার, ১:০৮ | পাকুন্দিয়া  


কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আবদুল কাইয়ুম (২৩) নামে মাদকাসক্ত এক যুবককে চার মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) বিকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান এ সাজা দেন।

সাজাপ্রাক্ত আবদুল কাইয়ুম পাকুন্দিয়া উপজেলার চরটেকী গ্রামের মৃত চাঁন খা’র ছেলে। পরে তাকে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, উপজেলার চরটেকী গ্রামের আবদুল কাইয়ুম মাদকাসক্ত হওয়ায়  প্রায়ই সে তার মা ও বোনকে মারধরসহ অত্যাচার-নির্যাতন করতো।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরের দিকে সে তার মা ও বোনকে পুনরায় মারধর শুরু করে। এক পর্যায়ে তার মা স্থানীয় ইউপি সদস্য তৌফিকুল ইসলামের শরণাপন্ন হন।

পরে ওই ইউপি সদস্য বিষয়টি ইউপি চেয়ারম্যান ও প্রশাসনকে অবগত করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মাদকাসক্ত আবদুল কাইয়ুমকে আটক করে থানায় নিয়ে যায়।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে মাদক সেবনের অপরাধে আবদুল কাইয়ুমকে চার মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান জানান, মাদক সেবনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ওই যুবককে চার মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদানের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর