কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


সাঁতারে ঢাকা বিভাগের ছয় স্বর্ণই নিকলীর

 স্টাফ রিপোর্টার | ১২ মার্চ ২০১৮, সোমবার, ৭:০৮ | খেলাধুলা 


যুব গেমসের সাঁতারে ছয়টি সোনা জিতেছেন নিকলীর দুই সাঁতারু। তাদের মধ্যে আরিফুল ইসলাম একাই জিতেছেন পাঁচটি স্বর্ণ। একটি স্বর্ণ জিতেছেন মিঠু মিয়া। পাঁচটি স্বর্ণ জিতে আসরের সেরা সাঁতারু হয়েছেন আরিফুল ইসলাম।

এর মধ্যে রোববার ঢাকা বিভাগকে তিনটি স্বর্ণ এনে দেন আরিফুল। সোমবার আরিফুল তার ঝুলিতে আরো দুইটি স্বর্ণ যোগ করেন। এদিন ঢাকা বিভাগের হয়ে মিঠুও স্বর্ণ জিতেন।

এছাড়া ছেলেদের সাঁতারে নিকলীর সাঁতারুদের হাত ধরে আরো ৬টি রূপা পেয়েছে ঢাকা বিভাগ। তাদের মধ্যে স্বর্ণজয়ী মিঠু একটি রূপা, টিটু মিয়া দুইটি রূপা, হাকিম, জামরুল ও ইমন প্রত্যেকে একটি করে রূপা পেয়েছেন।

স্বর্ণ ও রৌপ্যপদক জয়ী কৃতি এই তরুণ সাঁতারুদের সবাই নিকলীর ভাটিবাংলা সুইমিং ক্লাবের কোচ আবদুল জলিলের তত্ত্বাবধানে প্রশিক্ষণার্থী ছিলেন।

স্বর্ণ এবং রৌপ্য ছাড়াও মেয়েদের সাঁতার থেকে ঢাকা বিভাগের পাওয়া তিনটি ব্রোঞ্জ পদকও নিকলীর মেয়েরা জয় করেছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর