কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


বাওফেং ওয়াকিটকির কিছু সাধারণ বৈশিষ্ট্য

 কিশোরগঞ্জ নিউজ ডেস্ক | ১৫ ডিসেম্বর ২০১৯, রবিবার, ৫:০৪ | রকমারি 


বাংলাদেশে যেসব ওয়াকিটকি বেশি প্রচলিত তার মধ্যে বাওফেং ব্রান্ড অন্যতম। এই ব্রান্ডটির ওয়াকিটকি বেশ উন্নতমানের হয় এবং অনেকদিন চলে। আজকে বাওফেং ওয়াকিটকির সাধারণ কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব।

১। ১৬ চ্যানেল কেপাসিটি

২। ৬ কিলোমিটার যোগাযোগ রেঞ্জ

৩। ২৫ কিলোহার্টয চ্যানেল ব্যবধান

৪। ৩.৭ ভোল্টেজ চালিত

৫। ৪০০-৪৭০ মেগাহার্টজ ফ্রিকোয়েন্সি

৬। 1500 মিলি এম্পিয়ার লি-আয়ন ব্যাটারি

৭। ৬৫ ডিবির ও কম অডিও বিকৃতি

নিরাপত্তার জন্য এর ব্যাবহার বেশী করা হলেও বর্তমানে বিভিন্ন গার্মেন্টস, পাওয়ার স্টেশন, গোডাউন, ফ্যাক্টরি থেকে শুরু করে শপিং মল, ব্যক্তিগত কাজেও ওয়াকিটকি ব্যাবহার করা হয়। তাছাড়া ইভেন্ট যেমন কনসার্ট, সম্মেলন, মিলাদ-মাহফিল, রাজনৈতিক সম্মেলন পরিচালনায় ওয়াকিটকি ব্যবহার করা হয়।

বাওফেং ওয়াকিটকির মূল্য ৩ হাজার টাকা থেকে শুরু।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর