কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ঈশা খাঁ বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধভিত্তিক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন

 স্টাফ রিপোর্টার | ১৪ ডিসেম্বর ২০১৯, শনিবার, ৫:০১ | বিশেষ সংবাদ 


শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে কিশোরগঞ্জের ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ এর আয়োজনে চার দিনব্যাপী মুক্তিযুদ্ধভিত্তিক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয় সভাকক্ষে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়। আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ডীন প্রফেসর মো. রফিকুল আলম।

এ সময় বিশ্ববিদ্যলয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান বদরুল হুদা সোহেল, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান জুয়েল চৌধুরী, আইন বিভাগের প্রভাষক মো. ইকবাল হোসেন, আয়েশা আক্তার লাকী, ইংরেজি বিভাগের প্রভাষক মো. আল মুরসালিন সম্রাট, আসমা পারভীন, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক ড. মনিশ সরকার, নিবেদিতা দত্ত, ইমরান আহমেদ শাকীর, লাইব্রেরি সায়েন্স বিভাগের প্রভাষক সাঈদ আহাম্মদ রাসেল প্রমুখ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রদর্শনীতে মুক্তিযুদ্ধের ইতিহাসের উপর শতাধিক ছবি প্রদর্শিত হচ্ছে। আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই প্রদর্শনী চলবে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর