কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কুলিয়ারচরে ৪৫ টাকা কেজিতে টিসিবি’র পেঁয়াজ বিক্রি শুরু

 সোহেল সাশ্রু | ১৪ ডিসেম্বর ২০১৯, শনিবার, ৩:৩৩ | কুলিয়ারচর 


কিশোরগঞ্জের কুলিয়ারচরে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র পেঁয়াজ প্রতি কেজি ৪৫ টাকা দরে বিক্রি শুরু হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে কুলিয়ারচর পৌর শহরের জেলা পরিষদ কাম-অডিটোরিয়ামে পেঁয়াজ বিক্রি শুরু করেন পৌরসভার ডিলার মো. আলাল উদ্দিন ও দিলীপ কুমার সাহা।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম এবং উপ-সহকারী প্রকৌশলী মো. আব্দুস সালাম, পৌরসভার প্যানেল মেয়র অলি উল্লাহ, আওয়ামী লীগ নেতা হাবিবুল্লাহ কামাল, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক মো. এমরানুর রহমান এমরান, আবু সাঈম ভূইয়া, সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদ ও মো. নাঈমুজ্জামান নাঈম প্রমুখ।

এ সময় পৌর এলাকার বিভিন্ন শ্রেণি পেশার নারী পুরুষ স্বতস্ফূর্তভাবে স্বল্প মূল্যে টিসিবি’র পেঁয়াজ ক্রয় করতে জেলা পরিষদ কাম-অডিটোরিয়ামে ভিড় জমান।

ডিলাররা জানান, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত  মাথাপিছু ২ কেজি করে এ পেঁয়াজ বিক্রয় কার্যক্রম চলবে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর