কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


নিকলীতে কৃষির উপর গণশুনানী

 খাইরুল মোমেন স্বপন, নিকলী | ১১ ডিসেম্বর ২০১৯, বুধবার, ৭:৪৩ | নিকলী  


কিশোরগঞ্জের নিকলীতে কমিউনিটি পর্যায়ে সরকারি পরিসেবা নিয়ে কৃষি বিষয়ের উপর গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে এই গণশুনানী অনুষ্ঠিত হয়।

বেসরকারি সংস্থা পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন-পপির আয়োজনে সংস্থাটির প্রকল্প সমন্বয়ক ফেরদৌস আলম ও উপজেলা সমন্বয়ক তরুণ বড়ুয়ার সঞ্চালনায় গণশুনানীতে সভাপতিত্ব করেন নিকলী উপজেলা নির্বাহী অফিসার মো. সামছুদ্দিন মুন্না।

এতে প্রধান অতিথি ছিলেন নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান এএম রুহুল কুদ্দুস ভূইয়া।

গণশুনানীতে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা রফিকুল ইসলাম, মৎস্য কর্মকর্তা মো. ইসমাইল হোসেন, কৃষি কর্মকর্তা মো. বিল্লাল হোসেন ছাড়াও ইউপি চেয়ারম্যান, সামাজকর্মী ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

গণশুনানীতে উপজেলার ১শ’ জন কৃষকের উপর পরিচালিত জরিপে সরকারি পরিসেবার নানা দিক তুলে ধরেন সংস্থাটির সিবিও সভানেত্রী আইরিন আক্তার।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর