কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


হোসেনপুরে সিআইজি মৎস্য সমিতির মাঝে মাছ ধরার জাল বিতরণ

 মিছবাহ উদ্দিন মানিক | ৯ ডিসেম্বর ২০১৯, সোমবার, ১১:৫২ | হোসেনপুর 


কিশোরগঞ্জের হোসেনপুরে ৬টি ইউনিয়নের মৎস্য সমবায় সমিতির মাঝে মাছ ধরার জাল বিতরণ করা হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা মৎস্য অফিসে এই জাল বিতরণের আয়োজন করে উপজেলা মৎস্য অফিস।

ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি ফেজ-॥ প্রজেক্ট (এনএটিপি-২) এর আওতায় উপজেলার ছয় ইউনিয়নের ১২টি সিআইজি মৎস্য সমবায় সমিতিকে এসব জাল দেওয়া হয়।

জাল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মহি উদ্দিন।

জাল বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক, দপ্তর সম্পাদক অধ্যাপক তাজুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকতা কৃষিবিদ ইমরুল কায়েস, উপজেলা মৎস্য কর্মকর্তা কনিক চন্দ্র শর্মা, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাদিকুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আছমা আক্তার, উপজেলা কৃষকলীগ সভাপতি মো. আক্তার হোসেন দুলাল, সহকারী মৎস্য কর্মকর্তা মো. নজরুল ইসলাম, ক্ষেত্র সহকারী আকলিমা আক্তার বিউটি, সাদিয়া ইসলাম নিশা প্রমুখ অংশ নেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর