কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ভৈরবে কৃষকদের মাঝে ঋণ বিতরণ, উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ

 সোহেল সাশ্রু, ভৈরব | ২৬ নভেম্বর ২০১৯, মঙ্গলবার, ৫:৩১ | ভৈরব 


ভৈরবে কৃষকের মাঝে ঋণ বিতরণ ও উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) দুপুরে ভৈরব উপজেলা বিআরডিবি’র আয়োজনে উপজেলা বিআরডিবি কার্যালয়ে কৃষকদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

প্রশিক্ষণ শেষে কৃষকদের মাঝে সোয়া ১১ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিআরডিবি চেয়ারম্যান নজরুল ইসলাম খাঁন।

ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে ঋণ বিতরণ করেন ডক্টরস্ ক্লাব অব ভৈরব সাধারণ সম্পাদক ভৈরব উপজেলা আওয়ামী লীগ স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ভৈরব সেন্ট্রাল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. মিজানুর রহমান কবির।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা পল্লী উন্নয়ন কর্মকতা শেফালী জাহান, কাজী সোহরাফ হোসেন প্রমুখ।

জানা যায়, ভৈরবে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) সমিতির উপকারভোগীদের মাঝে ১১ লাখ ১৪ হাজার টাকা ঋণ বিতরণ করে। উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের রাজনগর মধ্যপাড়া কৃষক সমবায় সমিতি’র ২১ জন সদস্য ও ইমামেরচর দক্ষিণপাড়া কৃষক সমবায় সমিতির ২৫ জনসহ মোট ৪৬ জন কৃষকের প্রত্যেককে ২৫ হাজার টাকা করে ঋণ প্রদান করা হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর