কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে জন্মদাতা বাবাকে হত্যাকারী ছেলের যাবজ্জীবন

 স্টাফ রিপোর্টার | ২৫ নভেম্বর ২০১৯, সোমবার, ৫:২২ | বিশেষ সংবাদ 


কিশোরগঞ্জে জন্মদাতা বাবাকে কুপিয়ে হত্যার দায়ে ছেলে মামুন মিয়া (৩০) কে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছে আদালত। সোমবার (২৫ নভেম্বর) সকালে কিশোরগঞ্জের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম আসামির অনুপস্থিতিতে এই রায় দেন।

দণ্ডিত মামুন মিয়া কিশোরগঞ্জ সদর উপজেলার করমূলী গ্রামের মৃত মো. ইসরাঈলের ছেলে। ২০০৮ সালের ২২ জুলাই দিবাগত রাতে কিশোরগঞ্জ সদর উপজেলার করমূলী গ্রামের নিজবাড়িতে মো. ইসরাঈল (৫৫) ছেলে মামুন মিয়ার হাতে নিহত হন।

মামলার বিবরণে জানা যায়, পারিবারিক বিরোধের জেরে ২০০৮ সালের ২২ জুলাই দিবাগত রাতে মো. ইসরাঈলকে তার ছেলে মামুন এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পরদিন ২৩ জুলাই নিহতের স্ত্রী রেখা আক্তার ওরফে সুফিয়া বাদী হয়ে সতীনের ছেলে মামুনের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় হত্যা মামলা করেন।

পরে তদন্ত কর্মকর্তা এসআই মোস্তাফিজুর রহমান ২০০৮ সালের ২৬শে নভেম্বর আদালতে একমাত্র আসামির বিরুদ্ধে চার্জশীট দেন। সাক্ষী জেরা শেষে সোমবার (২৫ নভেম্বর) আদালতে রায় ঘোষণা করা হয়। বর্তমানে মামুন পলাতক রয়েছে।

সরকার পক্ষে এপিপি আবু সাঈদ ইমাম এবং আসামি পক্ষে অ্যাডভোকেট এহতেশামুল হক জুয়েল মামলাটি পরিচালনা করেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর