কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পরিযায়ী পাখির কলরবে মুখরিত হাওর জনপদ

 স্টাফ রিপোর্টার | ২৪ নভেম্বর ২০১৯, রবিবার, ১১:৫১ | হাওর 


কিশোরগঞ্জের হাওরের পানিতে এখন কেবলই ভাটার টান। জেগে ওঠছে বিস্তীর্ণ ফসলের মাঠ। ক’দিনের মাঝেই শুরু হবে চাষিদের ব্যস্ততা। এই সময়ে আকাশের সাদা মেঘের সাথে পাল্লা দিয়ে উড়াউড়ি করে ধবল বক। মেহমান হয়ে আসছে পরিযায়ী পাখি। তাদের কলরবে এখন মুখরিত হচ্ছে হাওরের বিস্তীর্ণ জনপদ।

জেগে ওঠা ধানক্ষেতে কোড়া পাখির ‘টুব টুব’ ডাক, ধ্যানমগ্ন ঋষির মতো দাঁড়িয়ে থাকা বক। বালিহাঁসের উড়াউড়ি। কালিম, জলপিপি, ডাহুক, পানকৌড়ি দেখে মনে পুলক লাগে। সন্ধ্যায় দলবেঁধে চারপাশ মুখরিত করে পাখিরা যখন ঘরে ফিরে যায়, সে এক দেখার মতো দৃশ্য।

অজস্র পাখির এই মেলা এখন দেখা যায় হাওর উপজেলা ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম ও নিকলীর বিভিন্ন এলাকায়। শীতের পুরোটা সময় এমন দৃশ্য হাওরপাড়ের মানুষদের অভিভূত করে রাখে।

স্থানীয়রা জানান, নভেম্বরের মাঝামাঝি সময় থেকে শীতের পাখিরা তাদের কলরবে হাওরকে মুখরিত করা শুরু করে। পুরো শীত মৌসুমে হাজার হাজার পাখি হাওরের বিল-ঝিল আর বিস্তীর্ণ মাঠকে তাদের অভয়াশ্রম হিসেবে ব্যবহার করে থাকে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর