কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জের কৃতী সন্তান সুপ্রীম কোর্টের আইনজীবী কাইয়ুম খান আর নেই

 স্টাফ রিপোর্টার | ২২ নভেম্বর ২০১৯, শুক্রবার, ৭:০৫ | রকমারি 


কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার কৃতী সন্তান, কিশোরগঞ্জ জেলার সাবেক পিপি, বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিশিষ্ট আইনজীবী মুক্তিযোদ্ধা এম. এ কাইয়ুম খান (৭০) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পারিবারিক সূত্র জানিয়েছে, শুক্রবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর শান্তিনগর এলাকার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদ জুমআ কিশোরগঞ্জ শহরের ঐতিহাসিক শহীদী মসজিদ প্রাঙ্গণে প্রথম নামাজে জানাজা শেষে তার মরদেহ জেলার তাড়াইল উপজেলার করাতি গ্রামের নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়।

বাদ এশা গ্রামের বাড়ি তাড়াইল উপজেলার করাতি গ্রামে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সমাহিত করা হয়।

তাঁর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর