কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে উগ্রবাদ প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার

 স্টাফ রিপোর্টার | ১৮ নভেম্বর ২০১৯, সোমবার, ৭:৫৮ | বিশেষ সংবাদ 


কিশোরগঞ্জে আলেম-ওলামা, ইমাম ও মুয়াজ্জিনদের অংশ গ্রহণে উগ্রবাদ বিরোধী সামাজিক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সেমিনারের উদ্বোধন করেন পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)।

বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্প আয়োজিত এই সেমিনারে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আসাদ উল্লাহ ও সিনিয়র সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু।

সেমিনারে অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মিজানুর রহমান ছাড়াও জেলার বিশিষ্ট আলেম-ওলামাগণ প্রমুখ উপস্থিত ছিলেন।

সেমিনারে উগ্রবাদ প্রতিরোধে আলেম সমাজের ভূমিকা ও করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

সেমিনার উদ্বোধনকালে পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) বলেন, উগ্রবাদ প্রতিরোধে জনসচেতনতার কোন বিকল্প নেই। আলেম-ওলামা, ইমাম ও মুয়াজ্জিনগণ উগ্রবাদ বিরোধী জনসচেতনতা সৃষ্টিতে সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা পালন করতে পারেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর