কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


হোসেনপুরে এবতেদায়ী পরীক্ষায় প্রক্সি, মাদরাসা শিক্ষক কারাগারে

 মিছবাহ উদ্দিন মানিক | ১৮ নভেম্বর ২০১৯, সোমবার, ১:২০ | হোসেনপুর 


হোসেনপুরে এবতেদায়ী পরীক্ষায় তিন প্রক্সি পরীক্ষার্থীকে অংশ গ্রহণ করানোয় আবুল বাশার নামে এক মাদরাসা শিক্ষককে এক বছরের জেল দিয়ে কারাগারে পাঠিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৭ নভেম্বর) বিকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। পরে মাদরাসা শিক্ষক আবুল বাশারকে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।

আবুল বাশার হোসেনপুর উপজেলার পিতলগঞ্জ এবতেদায়ী স্বতন্ত্র মাদরাসার সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান জানান, অন্য স্কুলের তিনজন শিক্ষার্থীকে নিজ মাদরাসার শিক্ষার্থী দেখিয়ে পরীক্ষায় অংশ গ্রহণ করান আবুল বাশার।

বিষয়টি প্রমাণিত হওয়ায় অভিযুক্ত শিক্ষক আবুল বাশারকে এক বছরের জেল দেয়া হয়। পরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর