কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


বরের বাড়ি নয় স্কুলে যাবে মেয়েটি

 মিছবাহ উদ্দিন মানিক | ১২ নভেম্বর ২০১৯, মঙ্গলবার, ৯:৩০ | হোসেনপুর 


কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলা সমাজসেবা অফিসারের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে দশম শ্রেণি পড়ুয়া এক ছাত্রী রক্ষা পেয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) বিকালে উপজেলার সিদলা ইউনিয়নের সাহেবেরচর গ্রামে ওই ছাত্রীর বাড়িতে গিয়ে উপজেলা সমাজসেবা অফিসার খলিলুর রহমান সরকার বাল্যবিয়েটি বন্ধ করে দেন।

উপজেলা সমাজসেবা অফিসার খলিলুর রহমান সরকার জানান, বিকালে উপজেলার সিদলা ইউনিয়নের সাহেবেরচর গ্রামের দশম শ্রেণির ওই ছাত্রীর বাড়িতে বাল্যবিয়ের আয়োজন করা হয়।

এ খবর পেয়ে বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে জনপ্রতিনিধি ও পুলিশকে সঙ্গে নিয়ে বাল্যবিয়ে বন্ধ করে দেওয়া হয়।

বাল্যবিয়ের কুফল ও সরকারের বিধি বিধান বিষয়ে মেয়ের বাবাকে অবগত করা হলে ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবেন না বলে মেয়ের বাবা মুচলেকা দেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর