ভৈরবে মেঘনা নদীর পাড়ে ত্রি-সেতু এলাকায় কয়লা মজুদ করে পরিবেশ দূষণের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। শনিবার (৯ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের আয়োজনে এই মানববন্ধনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দৃষ্টি নন্দন ভৈরবের একমাত্র বিনোদন কেন্দ্র মেঘনা পাড়ের ত্রি-সেতু এলাকায়। এই স্থানটিতে দীর্ঘ দিন ধরে ব্যবসায়ীরা কয়লা মজুদ করে রাখার কারণে এখানকার পরিবেশ মারাত্মক ভাবে দূষিত হচ্ছে। একই সাথে একাধিক গাছ মরে গেছে।
তাই প্রাকৃতিক পরিবেশ রক্ষায় এবং মেঘনা পাড়কে দূষণ মুক্ত রাখতে ব্যবসায়ীসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তারা।
বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ বিচাসের সভাপতি তাহমিদ ওয়াসিফ পার্থর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক রেদুয়ান আহমেদ শোভন, সাবেক সভাপতি জাহিদুল হক পাপ্পু ও আশফিকুজ্জামান সিদ্দিকি বন্ধন।
এছাড়াও সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক শাহিদুল হক ইমন, সদস্য কাউছার সিদ্দিকি, ফুরকান আহমেদ ও গোলাম মোস্তফাসহ অনেকে উপস্থিত ছিলেন।
ভিডিও: