কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


চিরনিদ্রায় অধ্যাপক মীর রেজাউল করিম

 স্টাফ রিপোর্টার | ৬ নভেম্বর ২০১৯, বুধবার, ১১:৫৮ | কিশোরগঞ্জ সদর 


বিশিষ্ট চিত্রশিল্পী অধ্যাপক মীর মোঃ রেজাউল করিম (৭৮) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার (৫ নভেম্বর) দিবাগত রাত ১০টা ৫৫ মিনিটে কিশোরগঞ্জ শহরের বত্রিশ মীরবাড়ির নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়ে ও আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার (৬ নভেম্বর) বাদ জোহর শহরের ঐতিহাসিক শহীদী মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাযা শেষে বত্রিশ মীরবাড়ির পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়েছে।

মীর মোঃ রেজাউল করিম শিল্পাচার্য জয়নুল আবেদীনের ছাত্র, ময়মনসিংহ প্রেসকাবের প্রবীণ সদস্য ও কবি হিসেবে সুপরিচিত ছিলেন।

তাঁর মৃত্যুতে কিশোরগঞ্জসহ মরহুমের কর্মস্থল ময়মনসিংহ সাংবাদিক সমাজসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর