কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ঢাবি’তে ‘কিশোরগঞ্জ জেলা ছাত্র ঐক্য পরিষদ’ এর পূর্ণাঙ্গ কমিটি

 স্টাফ রিপোর্টার | ৫ নভেম্বর ২০১৯, মঙ্গলবার, ১২:২২ | সংগঠন সংবাদ 


“শিক্ষা-ভ্রাতৃত্ব-প্রগতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কিশোরগঞ্জ জেলার শিক্ষার্থীদের নিয়ে গড়ে উঠা ‘কিশোরগঞ্জ জেলা ছাত্র ঐক্য পরিষদ’ এর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। আবু মুসাকে সভাপতি এবং রোকন শাহরিয়ারকে সাধারণ সম্পাদক করে ১৮১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ এই কমিটি গঠন করা হয়।

সোমবার (৪ নভেম্বর) সংগঠনের সভাপতি আবু মুসা ও সাধারণ সম্পাদক রোকন শাহরিয়ার আগামী এক বছরের জন্য এই কমিটি অনুমোদন করেন।

কমিটিতে পদ প্রাপ্তদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের ৫০ জন শিক্ষার্থীকে সহ-সভাপতি করা হয়েছে। তারা হলেন, দিলাওয়ার হোসেন রুবেল, হুসাইন মুহাম্মদ সিদ্দিকিন, শোভন সাহা, জুবায়ের আহমেদ, ইমরানুল হক, মিসবাহ উদ্দিন, শাহরিয়ার হোসেন শুভ, সরকার মোঃ ফজলে রাব্বি, খলিফাতুল্লাহ, আবু হুরাইরা আদর, আফজাল হোসেন, সাকিবুল হাসান, রাবেয়া আহমেদ, মোঃ ইছাহক, খালেদা আকতার প্রিতা, রুনা আকতার, সুমাইয়া আকতার মৌ, জাহিদুল ইসলাম, সুরভী আক্তার, কমল বসাক, মোঃ জীবন, আকরামুল ইসলাম, তানভীর আহমেদ, জাহাঙ্গীর আলম, বায়েজিদ বোস্তামী মিজান, জুবায়ের দিদার, সজিব চন্দ্র সরকার, মোঃ সোহাগ মিয়া, আফরোজা ইসলাম মুক্তা, বিভাষ ঘোষ, রাব্বি হোক, কামরুজ্জান ভূইয়া, আব্দুল্লাহ আল রাসেল, আয়েশা আকতার নিশো, সূবর্ণা সাথী, আল ইমরান, আশরাফুল ইসলাম লিমন, মোজাম্মেল হক, সারা জামান, মোঃ মোশারফ হোসেন শাওন, সুমাইয়া আকবর, শাহ আলম, তানিম আকন্দ, অনন্যা রায়, শান্তা বেগম, সালমান হোসেন অর্ণব, জিদান আল ইসলাম নোবেল, শেখ সাদী, রমিজ উদ্দিন এবং এম কে অমি।

যুগ্ম সাধারণ সম্পাদক: ১৫ জন শিক্ষার্থীকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে। তারা হলেন, মুনতাসির মামুন রিফাত, জুবায়ের কবির তুষার, মোঃ নাজিম উদ্দিন হাসান শুভ, শফিকুল ইসলাম, মনির হোসেন, রফি মোঃ জায়েদ, কাজী আরাফাত, তৃষ্ণা মনি চন্দ্র, মাহবুব রহমান, আজিজুল হক রিমন, ফারজানা হক শানু, ত্রপা বিশ্বাস, জান্নাতুল ফৈরদৌস মৌ, আশরাফুল ইসলাম আনন্দ এবং ইফরাত লিয়া।

সাংগঠনিক সম্পাদক: সাংগঠিনিক সম্পাদক করা হয়েছে ১৪ জন শিক্ষার্থীকে। দায়িত্ব প্রাপ্তরা হলেন নাজিম উদ্দিন, কাউসার আহমেদ মিলন, প্রমা দেবনাথ, আশরাফুল ইসলাম তুহিন, অর্ণব ঘোষ, রাব্বী কাদের সোহান, ইফতেখার নিলয়, তানভীর আহমেদ, কামরুজ্জান জয়, খায়রুল আলম, সালফান এফ রহমান, ওয়াসিম মিয়া, জেসমিন আক্তার শান্তা ও নাসিম খান।

বিভিন্ন সম্পাদকীয় পদে দেওয়া হয়েছে ২৬ জন শিক্ষার্থীকে। তারা হলেন, দপ্তর সম্পাদক খায়রুল ইসলাম, প্রচার সম্পাদক সাফায়েত উল্লাহ, কোষাধ্যক্ষ মোসাদ্দেক হোসেন, ক্রীড়া সম্পাদক, তুহিন আলম বিজয়, ত্রাণ ও প্রকাশন সম্পাদক জুনায়েদ মিয়া, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আফজালুর রহমান প্রিতম, বিজ্ঞান বিষয়ক সম্পাদক মুস্তাফিজুর রহমান আকাশ, ছাত্র বৃত্তি বিষয়ক সম্পাদক ইউনুস নাদিম, আপ্যায়ন বিষয়ক সম্পাদক স্বপন বর্মন, কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক সাগর মিয়া, সাহিত্য বিষয়ক সম্পাদক অসিত দেবনাথ অন্তু, আইন বিষয়ক সম্পাদক আনিসুল হক, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক আব্দুল্লাহ আল মামুন, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক সাজ্জাত হোসেন সৈকত, সমাজ সেবা বিষয়ক সম্পাদক রাকিবুল হাসান, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক আবু জাফর ওয়াসিম, গণ শিক্ষা বিষয়ক সম্পাদক এস এ জামান কাউসার, পরিবেশ বিষয়ক সম্পাদক নুসরাত জাহান তৃষা, পাঠাগার বিষয়ক সম্পাদক রাকিবুল হাসান শান্ত, মানব সম্পাদক উন্নয়ন বিষয়ক সম্পাদক জামিন আহমেদ, গণযোগাযোগ বিষয়ক সম্পাদক নাঈম ভূইয়া, নাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক খায়রুল ইসলাম ভূইয়া, মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক এনামুল হক তানিম, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক সোহরাব হোসেন হেমন্ত, ধর্ম বিষয়ক সম্পাদক ছানাউল্লাহ, ছাত্রী বিষয়ক সম্পাদক আল-নূর হাবিবা অগ্নি।

উপ সম্পাদক: বিভিন্ন উপ-সম্পাদক পদে রয়েছেন শিক্ষার্থী ৬২। পদ প্রাপ্তরা হলেন, শফিকুল ইসলাম, রাফিদ-উল ইসলাম, সাগর সিদ্দিক ভূইয়া, আব্দুল হাকিম, কাউসার আহমেদ, মাসুদ আহমেদ, ঈশাতুল ইসলাম নিশাত, আহনাফ সাঈদ খান, মোঃ রিপন, মাহফুজুর রহমান, রাকিবুল হাসান সজীব, মাহাদী আল মাহমুদ সাবিক, নাহিদা জান্নাত মনি, শেখ সালাউদ্দিন প্রান্ত, ফারজাদ ইফতেখার কাব্য, ফাবিয়া জাহান ইকরা, দিদার বিন হাবিব, রাতুল আহমেদ খান, মনির হোসেন, ফাবিয়া প্রিয়া, আশিক মাহমুদ, সানজিদা জাহান চৌধুরী, মোমতাঈনা সুলতানা, নাজমুস সাকিব, সোহানুর রহমান সোহান, আশিকিজ্জান শারিক, জান্নাতুন ইসলাম মুনা, নবী হোসেন মাসুম, টিকুল ইসলাম, তানভীন সুইটি, নার্গিস সুলতানা, তানজীম মেহজাবিন তন্বী, পপি রাণী দাস, মোফাজ্জের রহমান নিলয়, রাকিবুল হাসান, অর্ণব রহমান নিলয়, জিহাদুল ইসলাম, কমল চন্দ্র বিশ্বাস, মহিবুল আলম পূর্ব, দীপ সাহা, হাফিজুর রহমান, তামান্না রহমান, মোঃ আল ইসলাম, রবিউল ইসলাম রবিন, পার্থ কুমার শীল, মার্জিয়া জাহান কাব্য, মোঃ সুমন, হিমেল আহমেদ, মোঃ তোফাজ্জল হোসেন, শিখা রাণী দাস, শাহীন রহমান আরফিন, মোঃ জাবেদ, আবু সাঈদ সজীব, শাওন মৃধা, ঐতিহ্য আনোয়ার ওহী, উদয়, তানজীমা আক্তার সূচি, মোহাইমিনুল ইসলাম, আজিজুল হক, চমক সরকার, প্রিয়াংকা বর্মন ও অনন্যা সরকার বর্মন।

সহ-সম্পাদক: ১২ জন শিক্ষার্থী কে সহ সম্পাদক পদ দেওয়া হয়েছে। তারা হলেন আরিফুল ইসলাম মনির, দ্বীপু রয়, তৃষ্ণা রাণী দাস, শাহ মারুফ আহমেদ, সালেহীন আহমেদ সৌরভ, নাহিদা আকতার ইতি, আফসানা আক্তার, তুলি মোদক, আফজাল মাহাদী, মোঃ মাহমুদুর রহমান সাদী ও সায়েদ সাকিব আলম।

এছাড়া আগের কমিটির সভাপতি মোঃ ইরফানুল হাই সৌরভ ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নাসের রানা কে সম্মানিত সদস্য হিসেবে রাখা হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর