কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে সরিষার উন্নত জাত ও উৎপাদন কলাকৌশল বিষয়ে কৃষক প্রশিক্ষণ

 স্টাফ রিপোর্টার | ২ নভেম্বর ২০১৯, শনিবার, ৭:২৮ | কৃষি 


কিশোরগঞ্জে সরিষার উন্নত জাত ও উৎপাদন কলাকৌশল বিষয়ে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ নভেম্বর) কিশোরগঞ্জ কৃষি গবেষণা উপকেন্দ্র মিলনায়তনে কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরেজমিন গবেষণা বিভাগ এই প্রশিক্ষণের আয়োজন করে।

প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের তৈলবীজ গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. দাউদ হোসেন।

কিশোরগঞ্জ কৃষি গবেষণা উপকেন্দ্র এর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ মহিউদ্দীন এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের তৈলবীজ গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র সাহা।

প্রশিক্ষণ সঞ্চালনায় ছিলেন কিশোরগঞ্জ কৃষি গবেষণা উপকেন্দ্র এর বৈজ্ঞানিক কর্মকর্তা মানবেন্দ্র নাথ সরকার।

প্রশিক্ষণে কিশোরগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা বিশেষ করে হাওর থেকে ৫০ জন কৃষক অংশ নেন। এতে সরিষার উন্নত জাত ও উৎপাদন কলাকৌশল বিষয়ে কৃষকদের ধারণা প্রদান ও সচেতন করা হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর