কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


বারহাট্টা ইউআরসিতে প্রাথমিক শিক্ষকদের মার্কার প্রশিক্ষণ শুরু

 স্টাফ রিপোর্টার | ৩১ অক্টোবর ২০১৯, বৃহস্পতিবার, ১১:৩৮ | সারাদেশ 


নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলা রিসোর্স সেন্টারে শুরু হলো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ৩ দিন ব্যাপী Competency based item development, marking and test administration (মার্কার) বিষয়ক প্রশিক্ষণ।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন বারহাট্টা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মাইনুল হক।

প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে কাজ করছেন বারহাট্টা উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর এ এইচ এম শরীফুল্লাহ এবং সহকারি উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আবু বায়হান খান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার বিনয় চন্দ্র শর্মা ও সহকারি উপজেলা শিক্ষা অফিসার মো. রুহুল আমিন।

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বেশ কয়েক বছর যাবত এ প্রশিক্ষণের আয়োজন করে আসছে। এ অর্থ-বছরে বারহাট্টা উপজেলায় ৪ ব্যাচে ১২০ জন শিক্ষক এ প্রশিক্ষণ গ্রহণ করবেন।

বারহাট্টা উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর এ এইচ এম শরীফুল্লাহ জানান, এই প্রশিক্ষণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর