কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কুলিয়ারচরে পলিথিন জব্দ, সাত ব্যবসায়ীকে জরিমানা

 মুহাম্মদ শাহ্ আলম, স্টাফ রিপোর্টার, কুলিয়ারচর | ২৪ অক্টোবর ২০১৯, বৃহস্পতিবার, ৯:০১ | কুলিয়ারচর 


কুলিয়ারচরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩০ কেজি পলিথিন জব্দ করে ধ্বংস করা হয়েছে। এছাড়া বাজারে নিষিদ্ধ পলিধিন বিক্রি ও মজুদ রাখা, পাটজাত মোড়কের বস্তা ব্যবহার না করা, তামাকজাত পণ্য (তামাক পাতা) বিক্রয়সহ দোকানে ডিলিং লাইসেন্স না থাকায় সাত ব্যবসায়ীকে মোট ২৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) বিকালে কুলিয়ারচরের উপজেলা নির্বাহী অফিসার কাউসার আজিজ কুলিয়ারচর বাজারে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অভিযানে বাধ্যতামুলক পাটজাত মোড়কের বস্তা ব্যবহার না করায় পাইকারি চাউল দোকানদার ইউসুফ আলীকে ৫ হাজার টাকা, হুমায়ুনকে ৫ হাজার টাকা ও একই আইনে চাউলের আড়ৎদার হুমায়ুন কবিরকে ১০ হাজার টাকা, নিষিদ্ধ পলিথিন ব্যাগ বিক্রি ও মজুদ রাখা এবং তামাকজাত পণ্য (তামাক পাতা) বিক্রির অপরাধে মনিহারী দোকানদার সুজন মিয়াকে ৫ হাজার ও এক হাজার টাকা, রহমত আলীকে এক হাজার টাকা এবং ডিলিং লাইসেন্স না থাকার অপরাধে কাপড়ের দোকানদার জুয়েল মিয়াকে এক হাজার টাকা ও মামুন মিয়াকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া এ সময় ৩০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

কুলিয়ারচর থানার এসআই আজিজুল হক ও এসআই তাজমুল করিমসহ সঙ্গীয় পুলিশ ফোর্স ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর