কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কটিয়াদীতে ১৮ স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদান বিতরণ

 স্টাফ রিপোর্টার | ২১ অক্টোবর ২০১৯, সোমবার, ৭:৩৯ | নারী 


কটিয়াদীতে ১৮ স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে বাংলাদেশ মহিলা কল্যাণ পরিষদের অনুদান বিতরণ করা হয়েছে। সোমবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা অনুদানের এসব চেক বিতরন করেন।

মহিলা বিষয়ক অধিদপ্তরের বাংলাদেশ মহিলা কল্যাণ পরিষদ হতে ২০১৮-২০১৯ অর্থ বছরে সাধারণ অনুদান হিসাবে কটিয়াদী উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আওতাধীন ১৮ টি স্বেচ্ছাসেবী মহিলা সমিতিকে মোট তিন লাখ ৫৫ হাজার টাকা অনুদান দেয়া হয়।

অনুদান পাওয়া স্বেচ্ছাসেবী মহিলা সমিতিগুলো হচ্ছে, আচমিতার অগ্রদূত নারী উন্নয়ন সমিতি, কটিয়াদী পৌরসভার ডেভেলপমেন্ট ফর সোসাইটি (ডিপিএস), সহশ্রাম ধূলদিয়ার নওবাড়ীয়া মহিলা উন্নয়ন সমিতি, মুমুরদিয়ার নারী জাগরন মহিলা উন্নয়ন সমিতি, কটিয়াদী পৌরসভার কটিয়াদী ভোগপাড়া মহিলা উন্নয়ন সমিতি, আচমিতার আলোড়ন মহিলা উন্নয়ন সমিতি, বনগ্রাম নারী উন্নয়ন সংস্থা, জালালপুরের পুর্ব ঝাকালিয়া পল্লী সমাজ মহিলা উন্নয়ন সমিতি, করগাওঁ জলডাঙ্গাঁ মহিলা উন্নয়ন সমিতি, সহশ্রাম ধূলদিয়া পল্লী সমাজ মহিলা উন্নয়ন সমিতি, বনগ্রামের জাগরনী মহিলা উন্নয়ন সমিতি, জালালপুরের উত্তর চরপুক্ষিয়া মহিলা উন্নয়ন সমিতি, কটিয়াদী পৌরসভার বাগরাইট মহিলা উন্নয়ন সমিতি, সহশ্রাম ধূলদিয়ার দৃষ্টান্ত সোস্যাল অর্গানাইজেশন, জালালপুরের চরনোয়াকান্দি মহিলা উন্নয়ন সমিতি, বনগ্রাম সততা মহিলা উন্নয়ন সমিতি, জালালপুর পল্লী সমাজ মহিলা উন্নয়ন সমিতি এবং মুমুরদিয়ার বাগবেড় মহিলা উন্নয়ন সমিতি।

অনুদানের চেক বিতরণের সময় বিভিন্ন সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদকগণ ছাড়াও হিসাবরক্ষক কাম ক্রেডিট সুপারভাইজার হযরত আলী মাসুদ, প্রশিক্ষক নাসরিন আক্তার, ডিপিএস চেয়ারম্যান এস,এম নজরুল ইসলাম, শিশু কিশোর ক্লাবের শিক্ষক রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বছর কটিয়াদী উপজেলার ১৮টি সমিতির মধ্যে ৭টি সমিতিকে ২৫ হাজার টাকা করে, তিনটি সমিতিকে ২০ হাজার টাকা করে এবং ৮টি সমিতিকে ১৫ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর