কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ভৈরবে শিক্ষার্থীদের ট্রাফিক আইন মানার অঙ্গীকার

 সোহেল সাশ্রু, ভৈরব | ১৯ অক্টোবর ২০১৯, শনিবার, ৬:৩২ | ভৈরব 


২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিসচা ভৈরব শাখার আয়োজনে জেড. রহমান প্রিমিয়ার ব্যাংক স্কুল এন্ড কলেজ ও রয়েল ইউনিভার্সিটি মিলনায়তনে শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) বেলা ১১টায় অনুষ্ঠিত এই সমাবেশে শিক্ষার্থীরা ট্রাফিক আইন মানার অঙ্গীকার করে।

শিক্ষার্থী সমাবেশে নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সভাপতি এস.এম বাকী বিল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সড়ক নিরাপত্তা কমিটির সভাপতি লুবনা ফারজানা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) বাহালুল খান বাহার, জেড. রহমান প্রিমিয়ার ব্যাংক স্কুল এন্ড কলেজ শাখার উপাধ্যক্ষ ফরিদুল হাসান টুটুল ও ভৈরব জব্বার জুট মিল এর উপ-মহাব্যবস্থাপক ওয়াহিদুর রহমান প্রমুখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সহ-সভাপতি মনিরুজ্জামান ময়না, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক সাখাওয়াত হোসাইন বাবুল, কার্যকরী সদস্য জনি আলম, সুজন মাজহার, মিসেস পারুল আক্তার, মিসেস সবিনা ইয়াসমিন, সিফা ইসতেফা জেনিয়া।

এতে আরো বক্তব্য রাখেন, নিসচা জিল্লুর রহমান কলেজ শাখার সদস্য সচিব দোলন আক্তার সাধনা, জেড রহমান প্রিমিয়ার ব্যাংক স্কুল এন্ড কলেজ এর সমাজকর্মের প্রভাষক হারুন মুহাম্মদ সুফল, আইসিটি প্রভাষক খোকন পারভেজ, হাজী আসমত কলেজ এর দ্বিতীয় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তানিম আহমেদ, জেড রহমান প্রিমিয়ার ব্যাংক স্কুল এন্ড কলেজ এর দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী প্রীতি।

আলোচনা সভা শেষে সড়ক দুর্ঘটনার উপর নির্মিত প্রামান্য চিত্রের উপর কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার হিসেবে বই প্রদান করা হয়। অনুষ্ঠানে শিক্ষক শিক্ষার্থী নিরাপদ সড়ক চাই এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন, সংগঠনের ভৈরব শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য মো. আলাল উদ্দিন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর