কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


চিরনিদ্রায় প্রবীণ মুহাদ্দিস মাওলানা সালাহ উদ্দিন

 স্টাফ রিপোর্টার | ১৮ অক্টোবর ২০১৯, শুক্রবার, ৬:১০ | কিশোরগঞ্জ সদর 


চিরনিদ্রায় শায়িত হলেন কিশোরগঞ্জের প্রখ্যাত আলেম আল-জামিতুল ইমদাদিয়ার প্রবীণ মুহাদ্দিস মাওলানা সালাহ উদ্দিন। শুক্রবার (১৮ অক্টোবর) বাদ জুমআ নামাজে জানাজা শেষে কিশোরগঞ্জ শহরের বয়লা ইমাম বাড়ি জামে মসজিদ সংলগ্ন গোরস্তানে তাঁকে দাফন করা হয়েছে।

শহরের ঐতিহাসিক শহীদী মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত নামাজে জানাজায় ইমামতি করেন মরহুমের বড় ছেলে মাওলানা নাসির উদ্দিন আসাদ। বিশাল নামাজে জানাজায় আলেম-ওলামাসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।

এর আগে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে ৮০ বছর বয়সে শহরের শোলাকিয়া এলাকার বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে, তিন মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মাওলানা সালাহ উদ্দিন দীর্ঘ ৫৫ বছর কিশোরগঞ্জের ঐতিহাসিক জামিয়া ইমদাদিয়ায় হাদিসের অধ্যাপনা করেছেন। এছাড়া কিশোরগঞ্জ শহরের বয়লা ইমাম বাড়ি জামে মসজিদের খতিব হিসেবে তিনি দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।

দেশে-বিদেশের হাজার হাজার মুহাদ্দিস, মুফাসসির মরহুম মাওলানা সালাহ উদ্দিন এর ছাত্র। মরহুমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর