কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে ৯ ঘন্টার মধ্যে স্ত্রী হত্যায় অভিযুক্ত স্বামী পুলিশের হাতে গ্রেপ্তার

 স্টাফ রিপোর্টার | ১৬ অক্টোবর ২০১৯, বুধবার, ৮:০৯ | বিশেষ সংবাদ 


কিশোরগঞ্জে শ্বশুরবাড়িতে অন্তঃসত্ত্বা স্ত্রী হত্যায় ৯ ঘন্টার মধ্যে অভিযুক্ত স্বামী সুমন মিয়া (২১) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৬ অক্টোবর) বিকাল ৫টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের সগড়া বিশ্বরোড এলাকায় অভিযান চালিয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

এর আগে সকাল ৮টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের কাশোরারচর গ্রামে স্বামীর হাতে স্ত্রী নিহত হওয়ার খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

মঙ্গলবার (১৫) অক্টোবর) দিবাগত রাতের কোন এক সময় কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের কাশোরারচর গ্রামের শ্বশুরবাড়িতে অন্তঃসত্ত্বা স্ত্রী জুয়েনা আক্তার (১৯) কে শ্বাসরোধে হত্যার পর মরদেহ বিছানায় কম্বল দিয়ে মুড়িয়ে রেখে পালিয়ে যায় স্বামী সুমন মিয়া। স্ত্রী হত্যায় অভিযুক্ত স্বামী সুমন মিয়া পার্শ্ববর্তী চংশোলাকিয়া এলাকার আব্দুর রহিম ভুট্টোর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত রোজার আগে অটোরিকশাচালক সুমনের সাথে জুয়েনার পারিবারিকভাবে বিয়ে হয়। অভাব-অনটনের সংসারে বিয়ের পর থেকেই পারিবারিক কলহ চলে আসছিল। এর মাঝেই জুয়েনা অন্তঃসত্তা হয়ে পড়ে।

এ রকম পরিস্থিতি পারিবারিক কলহের জের ধরে দিন পনেরো আগে জুয়েনা বাবার বাড়ি কাশোরারচর গ্রামে চলে যায়। জুয়েনা রাগ করে বাবার বাড়ি চলে গেলেও সুমন নিয়মিত শ্বশুরবাড়িতে গিয়ে সেখানে রাত্রিযাপন করতো।

মঙ্গলবার (১৫ অক্টোবর) রাতে অন্যান্য সময়ের মতো সুমন শ্বশুরবাড়ি কাশোরারচর গ্রামে যায়। সেখানে স্ত্রী জুয়েনার ঘরে যথারীতি অবস্থান করার পর ফজরের নামাজের পর সে বেরিয়ে যায়।

বুধবার (১৬ অক্টোবর) সকালের দিকে জুয়েনার বাবা অলি নেওয়াজ খবর নিতে গিয়ে মেয়ের ঘরে গিয়ে বিছানায় কম্বল মোড়ানো অবস্থায় জুয়েনার মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জুয়েনার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আবুবকর সিদ্দিক পিপিএম জানান, নিহতের শরীরের কোন আঘাতের চিহ্ণ নেই। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। সকাল ৮টায় পুলিশ ঘটনাটি জানার পর নয় ঘন্টার মধ্যে তারা অভিযুক্ত স্বামী সুমনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন।

এছাড়া এ ঘটনায় নিহতের বাবা অলি নেওয়াজ বাদী হয়ে সুমনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর